ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে নাট্যকর্মীকে মারধর

দোষীদের বহিষ্কার দাবিতে আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৩:৫০, ১২ মার্চ ২০১৮

দোষীদের বহিষ্কার দাবিতে আন্দোলন অব্যাহত

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক নাট্যকর্মীকে মারধরকারী ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীরা। আন্দোলনের তৃতীয় দিনেও জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অনুশীলন নাট্যদলের প্রধান ও বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসমূলক কর্মকান্ড ঘটাচ্ছে তারা ইতোপূর্বে এমন অনেক সন্ত্রাসীকর্মকান্ড ঘটিয়েছে। তারা সমাজের চিহ্নিত ব্যক্তিত্ব। আমরা প্রশাসনের কাছে এ ধরনের অন্যায় কর্মকান্ডের সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। আরও বক্তব্য দেন রাবির দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন রঞ্জন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল-জাবির, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কামারুল্লাহ কামাল, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজীদ অন্তর প্রমুখ। এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী, অরণি সাংস্কৃতিক সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রগতিশীল ছাত্রজোট, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাকসু আন্দোলন মঞ্চ, রাবি রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে অনুশীলন নাট্যদলের কর্মী মঈনুলকে তুচ্ছ ঘটনায় বেধড়ক মারধর করে সাংবাদিক হত্যাচেষ্টার আসামি, রাবি ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান কাননসহ ৬-৭ নেতাকর্মী।
×