ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৯, ১২ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে পৌর  কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ মার্চ ॥ লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল হাসান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে থানায়। স্থানীয় ব্যবসায়ী সেলিমের স্ত্রী বিলকিছ বেগম ওই কাউন্সিলরের বিরুদ্ধে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। শনিবার রাতে এ অভিযোগ করা হয়। এ দিকে রবিবার দুপুরে চাঁদাবাজির ওই অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর ও স্থানীয় এলাকাবাসী। অভিযোগে জানা গেছে, লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরীতে ‘টপ চয়েস’ নামের একটি বেকারি দিয়ে ব্যবসা করে আসছেন সেলিম। দীর্ঘদিন ধরে পৌর কাউন্সিলরসহ ৪-৫ জন লোক ওই ব্যবসায়ীর কাছ থেকে মাসিক ৩ লাখ টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ৯ মার্চ রাতে ব্যবসায়ী সেলিমকে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এমন বর্ণনা দিয়ে ব্যবসায়ী সেলিমের স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেন।
×