ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাড়ছে অটোরিক্সার ভাড়া

প্রকাশিত: ০৩:৪৮, ১২ মার্চ ২০১৮

রাজশাহীতে বাড়ছে  অটোরিক্সার ভাড়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল শুরুর পর থেকে এর সর্বনিম্ন ভাড়া ছিল পাঁচ টাকা। তবে এবার সেই ভাড়া বাড়ছে। আগামী মাসের প্রথম দিন থেকে রাজশাহীতে অটোরিক্সার সর্বনিম্ন ভাড়া সাত টাকা নির্ধারণ করা হয়েছে। অটোরিক্সা চার্জিং গ্যারেজ মালিক সমিতি এই ভাড়া নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি তারা নিজেরাও অটোরিক্সার ব্যাটারিতে চার্জ দেয়ার টাকা বৃদ্ধি করেছেন। এখন পর্যন্ত অটোরিক্সার মালিকরা গ্যারেজে ১৬০ টাকায় ব্যাটারি চার্জ করতে পারলেও এপ্রিলের প্রথম দিন থেকে তাদের গুনতে হবে ২০০ টাকা। অটোরিক্সা চার্জিং গ্যারেজ মালিক সমিতি সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। রবিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
×