ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাজিরহাট পৌর নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থী বেশি

প্রকাশিত: ০৩:৪৭, ১২ মার্চ ২০১৮

নাজিরহাট পৌর নির্বাচনে প্রতীকের  চেয়ে প্রার্থী বেশি

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১১ মার্চ ॥ বহুল প্রতিক্ষিত নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচন ২৯ মার্চ। এ নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থী বেশি। মেয়ব ও কাউন্সিলর প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ ১২টি করে। কিন্তু ৮ নম্বর ওয়ার্ডে একটি মাত্র কাউন্সিলর পদে প্রার্থী ১৩ জন। যার কারণে, প্রতীকের চেয়ে প্রার্থী বেশি হওয়ায় বাড়তি প্রতীক বরাদ্দ করছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকের মধ্যে উট পাখি, পাঞ্জাবি, গাজর, ঢেঁড়শ, বোতল, স্ক্রু-ড্রাইভার, ডালিম অন্যতম। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেকেই সম্মানবোধের কারণে প্রতীক নিতে ইতস্তত বোধ করছেন। উল্লেখ করা যেতে পারে যে, এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী হলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মুজিবুল হক চৌধুরীর প্রার্থিতা পদ ঋণ খেলাপীর কারণে নির্বাচন কমিশন বাতিল করলেও তিনি তাঁর পদ ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেছেন বলে তিনি (মুজিবুল হক) জানান। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×