ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন নিয়োগপ্রাপ্ত ডাক্তার নার্সদের উপজেলায় থাকতে হবে ৩ বছর

প্রকাশিত: ০৮:৪২, ১১ মার্চ ২০১৮

নতুন নিয়োগপ্রাপ্ত  ডাক্তার নার্সদের উপজেলায় থাকতে হবে ৩ বছর

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যখাতে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের তিন বছর অবশ্যই উপজেলায় থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্বাস্থ্যখাতে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া আগামী নির্বাচনের আগে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। একইসঙ্গে সাড়ে আট হাজার নার্স নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন। নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা উপজেলায় অবস্থান করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। এজন্য নিয়োগের পর তিন বছর তাদের উপজেলায় থাকতে হবে। এর আগে বড় শহর বা ঢাকায় আসার কোনো তদবির করা চলবে না। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সোসাইটি অব নিউরো সার্জন আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তৃতা করেন। সম্মেলনে দেশী-বিদেশী শতাধিক নিউরো সার্জন অংশ নেন। স্বাস্থ্যসেবা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্যসেবা কোনো রাজনীতি করা যাবে না। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
×