ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলসে হ্যালেপ-কেভিতোভার জয়, দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নিয়েছেন সামান্থা স্টোসার, গারবিন মুুগুরুজা ও এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা

রাদওয়ানস্কাকে হারিয়ে নওমির চমক

প্রকাশিত: ০৬:৫৪, ১১ মার্চ ২০১৮

রাদওয়ানস্কাকে হারিয়ে নওমির চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপ, পেত্রা কেভিতোভা, জেলেনা ওস্টাপেঙ্কো এবং ক্যারোলিনা পিসকোভার মতো তারকারা। তবে টুর্নামেন্টের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার, পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এবং স্পেনের গারবিন মুগুরুজা। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা সিমোনা হ্যালেপ। দ্বিতীয়পর্বের ম্যাচে শুক্রবার তিনি মুখোমুখি হয়েছিলেন ক্যারোলিনা পিসকোভার বোন ক্রিস্টিনা পিসকোভার। রোমানিয়ার হ্যালেপের বিপক্ষে ম্যাচে অবশ্য লড়াই করেছেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেননি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপ ৬-৪ এবং ৬-৪ গেমে ক্রিস্টিনা পিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন। পরের রাউন্ডে রোমানিয়ান তারকার প্রতিপক্ষ ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ক্যারোলিন ডোলহাইড। ইতোমধ্যেই ইন্ডিয়ান ওয়েলসে চমক উপহার দিয়েছেন যিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অখ্যাত খেলোয়াড় দ্বিতীয়পর্বের ম্যাচে হারিয়েছেন ডোমিনিকা সিবুলকোভাকে। প্রথম সেট হেরে ক্যারোলিন ডোলহাইড এদিন ৫-৭, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন স্লোভাকিয়ার ৩০তম বাছাই সিবুলকোভাকে। তাই হ্যালেপের বিপক্ষে ম্যাচেও যে চমকপ্রদ কিছু ঘটাবেন না তা আগে থেকে বলাটা মুশকিলভ তবে এ নিয়ে মোটেও ভীত নন সিমোনা হ্যালেপ। দ্বিতীয় রাউন্ডের বাধা পার হওয়ার পরই নিজের প্রস্তুতির কথা সাফ জানিয়ে দেন তিনি। ২৬ বছর বয়সী সিমোনা হ্যালেপ দারুণ প্রস্তুতি নিয়েই এই টুর্নামেন্টের মিশন শুরু করেন। তিনি বলেন, ‘ক্রিস্টিনা পিসকোভার বিপক্ষে খেলার জন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। ম্যাচটা খুব সহজ হয়েছে তা বলা যাবে না মোটেও। প্রথম ম্যাচ জিতে আমি সত্যিই খুব আনন্দিত। কেননা এই ম্যাচ জিতেই তো এখানে আবারও খেলার সুযোগ পেয়েছি।’ নতুন বছরটা দারুণভাবে শুরু করেছিলেন সিমোনা হ্যালেপ। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালও খেলেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে যান রোমানিয়ান তারকা। ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জিতে হ্যালেপের কাছ থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছিলেন ওজনিয়াকি। তবে ইন্ডিয়ান ওয়েলস শুরুর ঠিক আগেই আবারও এক নাম্বার স্থানটি দখল করে নেন হ্যালেপ। ক্রিস্টিনা পিসকোভা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও কঠিন লড়াই করে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ক্যারোলিনা পিসকোভা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই এদিন ৭-৬ (৭/৪) এবং ৬-১ গেমে হারিয়েছেন হ্যালেপেরই স্বদেশী ইরিনা ক্যামেলিয়া বেগুকে। এদিন রেকর্ড গড়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। টুর্নামেন্টের নবম বাছাই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৭ (৪/৭), ৭-৬ (৭/৩) এবং ৬-৪ গেমে পরাজিত করেন কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে। সেই সঙ্গে টানা ১৪ ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। যা তার ক্যারিয়ারেরই সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। কঠিন লড়াইয়ের পর তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো এদিন ৬-৪, ৩-৬ এবং ৬-১ গেমে হারান সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে। ২০ বছর বয়সী এই টেনিস তারকা এখন পরের রাউন্ডে মুখোমুখি হবেন পেত্রা মার্টিচের। ক্রোয়েশিয়ার এই টেনিস খেলোয়াড় দ্বিতীয়পর্বের ম্যাচে ৭-৫ এবং ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই বারবোরা স্ট্রাইকোভাকে। হ্যালেপ-কেভিতোভা-ওস্টাপেঙ্কোদের জয়ের দিনে হেরে গেছেন সামান্থা স্টোসার, গারবিন মুগুরুজা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং গ্রেট ব্রিটেনের জোহানা কন্টাও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০০ নাম্বারে থাকা যুক্তরাষ্ট্রের সাচিয়া ভিকারির কাছে ২-৬, ৭-৫ এবং ৬-১ গেমে হেরে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই গারবিন মুগুরুজা। আর পোল্যান্ডের ৩১তম বাছাই রাদওয়ানস্কাকে পরাজিত করেছেন জাপানের নাওমি ওসাকা। দুর্দান্ত ফর্মে থাকা ওসাকা এদিন দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন রাদওয়ানস্কাকে। ইন্ডিয়ান ওয়েলসের প্রথম পর্বেই চমকে দিয়েছিলেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। দুর্দান্ত খেলে রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকে হারিয়ে দেন তিনি। দ্বিতীয় পর্বে পোলিশ তারকা রাদওয়ানস্কাকেও পাত্তা দিলেন না ওসাকা। তৃতীয় রাউন্ডের ম্যাচে এখন তার প্রতিপক্ষ সাচিনা ভিকারি। যুক্তরাষ্ট্রের এই নবীন তারকা দ্বিতীয় পর্ব থেকে বিদায় করেছেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক গারবিন মুগুরুজাকে।
×