ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহ আলী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৮

শাহ আলী মাদ্রাসার  ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের ওপর  হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হযরত শাহ্ আলী বাগদাদী (রহ) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ করেছেন শিক্ষকরা। শনিবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ওই মাদ্রাসার শিক্ষকবৃন্দ এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ মার্চ দুপুরে মাদ্রাসার ১২তম কনিষ্ঠ শিক্ষক কেএম সাইফুল্লাহ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুছ ছামাদ ও অন্যান্য শিক্ষকের ওপর হামলা চালায়। তারা জোর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। পরবর্তীতে এর প্রতিবাদ করলে উপাধ্যক্ষ আফজাল হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। এখন মাদ্রাসার শিক্ষকরা হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন। পরবর্তীতে শিক্ষক কে এম সাইফুল্লাহ অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেছেন। তার বিরুদ্ধে মাদ্রাসার ৯১ লাখ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। তারা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×