ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজারীবাগে চোরকে গণধোলাই

প্রকাশিত: ০৬:১৮, ১১ মার্চ ২০১৮

হাজারীবাগে চোরকে গণধোলাই

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও রাজধানীর হাজারীবাগে মুরাদ খান (১৮) নামে এক সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল চুরি করার সময় এক চোরকে গনধোলাই দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ জনতার কবল থেকে শিবলু নামে এক চোরকে উদ্ধার করে থানা নিয়ে যায়। স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে রাজধানীর হাজারীবাগের বৌবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ঘুমাচ্ছিলেন সিকিউরিটি গার্ড। এ সময় চোরের রড হাতে নিয়ে সিকিউরিটি গার্ডকে ঘুম থেকে তোলে। পরে তারা ভবনে রাখা মোটরসাইকেলের চাবি চায়। মুরাদ তা দিতে অস্বীকৃতি জানালে চোররা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। পরে মুরাদ চিৎকার করতে থাকলে আশপাশের বাসা থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। স্থানীয়রা শিবলু নামে এক চোরকে ধাওয়া করে ধরে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ জনতার কবল থেকে শিবলু নামে ওই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ও একজন চোরকে আটক করে। হাজারীবাগ থানার এসআই মোঃ টিটু জানান, আহত সিকিউরিটি গার্ড মুরাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত চোর শিবলুর বাবার নাম আবু বক্কর সিদ্দিক। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম (মাইজদি) থানা এলাকায়। উল্লেখ্য, শুক্রবার ভোরে রাজধানীর চার জায়গায় একই কায়দায় মোটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে মিরপুরে চোরদের ছুরিকাঘাতে ওমর ফারুক নামে এক সিকিউরিটি গার্ড খুন হয়েছে। অপর তিনজন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×