ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৮, ১১ মার্চ ২০১৮

বিএনপি নির্বাচন  বর্জনের অজুহাত  খুঁজছে ॥  ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ মার্চ ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি একটা অজুহাত খুঁজছে নির্বাচন বর্জন করার। তারা একবার খালেদার মুক্তির কথা বলছে, একবার সহায়ক সরকারের কথা বলছে, আবার মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলছে। সব কথার শেষ কথা কার্যত বিএনপি নির্বাচন বর্জন করার একটা অজুহাত খুঁজছে। কারণ দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই। বিএনপি চায় নির্বাচন থেকে সড়ে দাঁড়াবার বা হটে যাওয়ার একটা অজুহাত। এছাড়া আদালতই খালেদা জিয়ার ভাগ্য ঠিক করবে। তথ্যমন্ত্রী শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, মিথ্যা নয়, খালেদা জিয়ার মামলা সঠিক। এতিমের টাকা সরানো হয়েছে, লোপাট করা হয়েছে। এতিমখানা বানানো হয়নি। এ দুটো ঘটনাই সঠিক এবং সত্য। সুতরাং মামলাটি মিথ্যা এই কথা বলা বাদ দেন এবং মামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। মনে রাখতে হবে বিএনপির মিথ্যা কথা বলা একটা বদাভ্যাস। ইনু বলেন, বিএনপি নেত্রীর মামলাটি ১০ বছর ধরে পরিচালনা করা হয়েছে। আদালত তার সত্যতা পেয়েছে, তাই মিথ্যা নয়, মামলাটি সঠিক। সুতরাং মামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করে আদালতে গিয়ে দেনদরবার করুন। এছাড়া নির্বাচন নিয়ে কিছু করতে চাইলে নির্বাচন কমিশনে গিয়ে দেনদরবার করুন। এখানে সরকারের সঙ্গে দেনদরবার করার কিছু নেই। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ তিনটি কলেজের শিক্ষক ও সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
×