ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে মাঠে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৪, ১১ মার্চ ২০১৮

 আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে মাঠে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১০ মার্চ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ডিসেম্বর মাসে ফাইনাল খেলা হবে মাঠে। যদি সাহস থাকে তা হলে নির্বাচনে এগিয়ে আসুন। কিসের নির্দলীয় সরকার ওটা মরে গেছে ওটা গোরস্তানে চলে গেছে জীবনেও আর ফিরে আসবে না। সংবিধান অনুয়ায়ী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে রেফারির দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে কমলগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুর রহমান, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী প্রমুখ। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে একটি সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হয়। তাই আগামীতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান। এ ছড়াও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ স্থাপন করার কথা বলেন। প্রায় ৮ কোটি ৩২ লাখ ৬ হাজার ৭০১ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি) কর্তৃক বাস্তবায়িত ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়।
×