ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গ্রুপ থিয়েটারের সমাবেশ

প্রকাশিত: ০৫:২২, ১১ মার্চ ২০১৮

  জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গ্রুপ থিয়েটারের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সারাদেশেই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে চলছে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ। সেই ধারাবাহিকতায় শনিবার সারাদেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে সারাদেশের বিভিন্ন জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একই সময়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীতে সেগুন বাগিচার শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের এই সময়ের অন্যতম আলোর দিশারী শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপরে ন্যক্কারজনক হামালার তীব্র প্রতিবাদ ও এর সঙ্গে সরাসরি এবং পেছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তারা বলেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর এই হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, এই হামলা সুদূরপ্রসারী পরিকল্পিত ঘটনা। এই হামলা শুধু একজন শিক্ষকের ওপরে বা একজন ব্যক্তির ওপরে হামলা নয়, এটা একটি আদর্শের ওপরে হামলা। এটাকে প্রতিহত করতে হবে।
×