ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশীদের কাছে নালিশ করে ক্ষমতায় আসার ব্যর্থ চেষ্টা করেছে বিএনপি ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৫:১৯, ১১ মার্চ ২০১৮

 বিদেশীদের কাছে  নালিশ করে  ক্ষমতায় আসার ব্যর্থ চেষ্টা  করেছে বিএনপি ॥  শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ মার্চ ॥ আওয়ামী লীগ কখনই কোন বিদেশী দেশের প্রতি ভরসা করে ক্ষমতায় থাকে না। তবে, প্রতিবেশী সকল দেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়ায় ইকোপার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, বিএনপি বিদেশীদের কাছে অভিযোগ দিয়ে দেখেছে ক্ষমতায় থাকা যায় না, বিদেশীদের কাছে নালিশ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে উল্টো সরকারের ওপর এর দোষ চাপানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ জনগণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু জনগণের ওপর ভিত্তি করেই দেশে স্বাধীনতা এনেছেন, কোন বিদেশীদের ওপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়নি। এ দিকে দুর্নীতির মামলায় বেগম জিয়ার সাজা হয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতারা ইচ্ছে করেই খালেদা জিয়াকে জেলে রেখেছেন। বিএনপি জনগণের সহানুভূতি পাওয়ার জন্য খালেদা জিয়াকে জেল থেকে বের করার জন্য আপীলসহ সকল কার্যক্রম ধীরগতিতে চালাচ্ছে। বিএনপি দেখেছে, খালেদা জিয়া জনগণের কাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাই সহানুভূতি পাওয়ার আশায় বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখেছে, সরকার তাকে জেলে রাখেনি। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিয়াজউদ্দিন খান, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এনামুল হক ভুঁইয়া, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউর রহমান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দিপক রঞ্জন সাহাসহ অন্যরা।
×