ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে চলেছে॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:১৮, ১১ মার্চ ২০১৮

বিএনপি নির্বাচন  বাধাগ্রস্ত করার  চেষ্টা করে চলেছে॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ মার্চ ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তারা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন চেষ্টা করে চলেছে। কিন্তু নির্বাচন বানচাল করার ক্ষমতা এই বাংলাদেশে কারো নেই। নির্বাচন হবে। সেই নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা শুধু দৈনন্দিন কাজ করব নির্বাচনকালীন সরকারে। শনিবার সন্ধ্যার আগে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নে পেশকারবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলী নগর ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে ঢোল-বাদ্য বাজিয়ে কয়েক হাজার নেতাকর্মী পেশকারবাড়ি স্কুল মাঠে জড়ো হতে থাকে। বিশেষ করে সমাবেশে ব্যাপক নারীর সমাগম ঘটে। বাণিজ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসে। এক পর্যায়ে সমাবেশটি জনসভায় রূপ লাভ করে। বাণিজ্যমন্ত্রী সমাবেশে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ জেলে। দুর্নীতির মামলায় তার সাজা হয়েছে। আমাদের কিছু করার নেই। আইন-আদালত তারা তাকে জেল দিয়েছে। প্রমাণিত হয়েছে তিনি এতিমের টাকা আত্মসাত করেছিলেন। টাকা এসেছে এতিমের জন্য; চলে গেছে আরেক জায়গায়। সেজন্য তার জেল হয়েছে। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশটাকে অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে আজ বাংলাদেশ সমাদৃত। আজ সম্মানিত। ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ। আমরা সেই পথে এগিয়ে চলেছি। মন্ত্রী বলেন, ভোলায় গ্যাস পাওয়া গেছে ১৯৮৫ সালে। কিন্তু কেউ কাজ করেনি। এবার আমি ক্ষমতায় আসার পর এসে সেই গ্যাস উত্তোলন করেছি। ভোলায় এই গ্যাসের ওপর ভিত্তি করে অনেক কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান হবে।
×