ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৪, ১১ মার্চ ২০১৮

টুকরো খবর

করতোয়ায় ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ওমর ফারুক (৮) ও রিফাত ইসলাম (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার কুলানন্দপুর করতোয়া নদীতে বিশ্বনাথের ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়। শিশু ওমর ফারুক উপজেলার কুলানন্দপুর দক্ষিণ পাড়ার মুকুল হোসেনের ছেলে ও রিফাত ইসলাম একই গ্রামের আহম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ওমর ফারুক ও রিফাত ইসলাম উভয়ই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে দুপুর ১২টায় বাড়ির পার্শ্ববর্তী করতোয়া নদীতে অন্যান্য শিশুর সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে দুই শিশু ডুবে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা বাকি শিশুরা ওমর ফারুক ও রিফাত ইসলাম নদীর পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাদের পরিবারকে জানালে গ্রামবাসী শিশু ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে। রিফাত ইসলামকে উদ্ধারে ব্যর্থ হলে রংপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। . ৭ গুণী ব্যক্তিকে সম্মাননা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ আয়োজিত এবং এবি ফাউন্ডেশনের সহযোগিতায় নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ৭ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমেনা- বাকী স্কুল এ্যান্ড কলেজে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আল সায়ীদ। বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শামসুল হক, ফাউন্ডেশন এবং স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন ও অধ্যক্ষ মিজানুর রহমান। অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য দিনাজপুরের বিশিষ্ট ব্যক্তি আলহাজ মহিউদ্দিন, চিকিৎসায় ডাঃ বসন্ত কুমার রায়, লেখিকা লায়লা চৌধুরী, সঙ্গীত ব্যক্তিত্ব উস্তাদ সাইদুম আলী খান (মরণোত্তর), ক্রীড়াবিদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা মাসুম হাসান তোরাব আলী ও নাট্যকার, নাট্য নির্দেশক ও নাট্য সংগঠক এবং বরেন্দ্র নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। . সালথায় আওয়ামী লীগের সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা,ফরিদপুর, ১০ মার্চ ॥ সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের আটটি বসতবাড়ি ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরু মাতুব্বরের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের বিরোধ চলে আসছিল। গত ৬ মার্চ গট্টি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতা চলাকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। ওই দুই ছাত্রের একজন নূরু মাতুব্বর ও অপরজন ওদুদ মাতুব্বরের সমর্থক। দুই ছাত্রের ওই মারামারির ঘটনার জের ধরে শনিবার বেলা ১০টার দিকে নূরু মাতুব্বর ও ওদুদ মাতুব্বরের আনুমানিক তিন শতাধিক লোক ঢাল, সড়কি, বল্লম, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। . কুষ্টিয়ায় আহত ১০ নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে স্থানীয় হেলাল মেম্বার ও নেন্টু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে স্থানীয় একটি রাস্তার জায়গা মালিকানা দাবি নিয়ে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মীমাংসা বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। . গড়েয়াহাটে থানা প্রতিষ্ঠার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ মার্চ ॥ জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী জমজমাট ব্যবসায়িক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত গড়েয়াহাট। দীর্ঘদিন ধরেই এই গড়েয়া ইউনিয়নের গড়েয়াহাটে থানা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আগমনের খবরে গড়েয়ায় থানা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এলাকার সর্বস্তরের মানুষ। এ লক্ষ্যে শনিবার দুপুরে সদর উপজেলার গড়েয়াহাটের চৌরাস্তা মোড়ে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ানুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন চন্দ্র সেন, যুবলীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। . ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ মার্চ ॥ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় ব্যবসায়িক কারণে না যেতে পারায় আশুলিয়ায় রাসেল হাওলাদার (২৭) নামের এক গেঞ্জি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার রাতে আশুলিয়া থানাধীন জামগড়ার ‘ছয়তলা’ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই গেঞ্জি ব্যবসায়ী জানায়, বুধবার তাকে রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় যেতে বলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দুর্ধর্ষ সন্ত্রাসী সোহেল সরকার। এ সময় ‘কাজ আছে বলে যেতে পারবে না’- এ কথা সোহেলকে জানায় সে। এরই জের ধরে শুক্রবার রাতে ওই তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল ও তার লোকজন তাকে ‘ছয়তলা’ এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে সে মারা গেছে ভেবে সোহেল ও তার লোকজন চলে যায়। স্থানীয়রা তার গোঙ্গানির শব্দ শুনে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। . মাটি চাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি এলাকায় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম বাবুল খাঁ। শনিবার বিকেলে জাফলংয়ের লন্ডনীবাজার মসজিদের পাশে নিপেন্দ্র দাসের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল খাঁর বাড়ি নেত্রকোনা জেলার মৌগাতি এলাকায়। স্থানীয় সূত্র জানায়, সকালে নিপেন্দ্র দাসের কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।
×