ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:০২, ১১ মার্চ ২০১৮

সাতক্ষীরায় যুবকের  লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সীমান্ত নদী কালিন্দী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কালিগঞ্জের উকশা বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত জানান, নদীতে ভাসমান মৃতদেহ দেখে স্থানীয় জনতা থানায় খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নদী থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। . মাগুরায় কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রীনিবাস থেকে চৈত্রী মন্ডল (১৮) নামে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের স্কুল শিক্ষক রুপকুমার মন্ডলের মেয়ে। হোস্টেল কেয়ারটেকার আব্দুল জলিল জানান, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রী হোস্টেলে এক যুবক এসে নিজেকে ভাই পরিচয় দিয়ে অনার্স ১ম বর্ষের ছাত্রী চৈত্রী ম-লকে খোঁজ করেন। তার মোবাইল গতকাল সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে। এই সময় খোঁজ নিতে বললে অনেক ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় ছাত্রীটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ভাই পরিচয়দানকারী যুবক রিগান তখন দরজা ভেঙ্গে তার লাশ নামিয়ে রেখে পালিয়ে যায়। ছাত্রীর পিতা স্কুল শিক্ষক রুপ কুমার ম-ল জানান, তার মেয়ের মৃত্যুর জন্য রিগান নামে এক যুবক দায়ী . কুড়িগ্রামে পাচারকারী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রৌমারীতে আব্দুল মান্নান (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্ত গ্রামে এ ঘটনা ঘটে। সে এলাকায় একজন গরু পাচারকারী হিসেবে পরিচিত। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার বাড়িতে লাশ ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে। জানা যায়, শুক্রবার রাতে ধর্মপুর সীমান্তে কয়েকজনের সঙ্গে সে আন্তর্জাতিক পিলার ১০৫৫ দিয়ে গরু পাচার করতে যায়। এ সময় বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে গরু পারাপারের বাঁশের চালা তাদের মাথার উপর পরে। সহযোগীরাসহ আহত অবস্থায় সীমান্ত থেকে তারা সরে আসে। পরে গুরুতর আহত মান্নানকে তার বাড়িতে রেখে পালিয়ে যায়। নিহত যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জলিলের পুত্র। নিহতের বড় ছেলে এহসানুল হক অভিযোগ করেন, শনিবার আনুমানিক রাত ১টার সময় ওই এলাকার মোজারতের পুত্র সিফাত (৪৫), ছবেদ আলীর দুই পুত্র মুকুল (৪০) ও দুলাল (৩৫) বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ফিরে আসে লাশ হয়ে। . বরিশালে এক ব্যক্তি স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, কীর্তনখোলা নদীর চরমোনাই লঞ্চঘাট এলাকা থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর নৌ-থানার এসআই সোহাগ ফকির জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চরমোনাই লঞ্চঘাট এলাকা থেকে ৪০ থেকে ৪৫ বছর বয়সী মৃতদেহটি উদ্ধার করা হয়।
×