ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসামি না পেয়ে গৃহকর্ত্রীকে লাঞ্ছিত, টাকা লুটের অভিযোগ

প্রকাশিত: ০৫:০১, ১১ মার্চ ২০১৮

আসামি না পেয়ে গৃহকর্ত্রীকে লাঞ্ছিত, টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আসামিকে না পেয়ে আসামির স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি ও লাঞ্ছিত করে ১১ হাজার টাকা নিয়ে গেছে সদর থানার এসআই মিরাজ এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেলেন গৃহবধূ নুরুন্নাহার। শুক্রবার রাতে এসআই মিরাজ দফাদার. চৌকিদার ও ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মামলার আসামি ধরতে গিয়েছিলেন এমন দাবি করে শনিবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তার সঙ্গে যাওয়া লোকজন ঘরে ঢুকেছিল স্বীকার করে তিনি বলেন, তারা কেউ টাকা নিয়েছে কিনা তা তার জানা নেই । শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের গৃহবধূ নুরুন্নাহার বেগম। এ সময় তার চোখের নিচে কালো চিহ্নও সাংবাদিকদের দেখান তিনি। তিনি বলেন, পুলিশ বলেছে ‘এসব নিয়ে বাড়াবাড়ি করলে তোদের ভিটেছাড়া করে দেব’। সংবাদ সম্মেলনে নুরুন্নাহার বলেন, শুক্রবার রাতে একটি মারামারির মিথ্যা মামলায় স্বামীকে ধরতে রাতে পুলিশের এসআই মিরাজ হোসেন ৩/৪ জনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ঢুকেছিলেন।
×