ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৭, ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে এনইউর কর্মসূচী

প্রকাশিত: ০৫:০১, ১১ মার্চ ২০১৮

 ১৭, ২৫ ও ২৬  মার্চ উপলক্ষে  এনইউর  কর্মসূচী

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ) নিম্নবর্ণিত কর্মসূচী গ্রহণ করেছে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় ধানম-ি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ২৫ মার্চ গণহত্যা দিবসে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, ধানম-ি নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ সাভারে সকাল সাড়ে ৭টায় পুষ্পস্তবক অর্পণ। একইদিন ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। প্রত্যূষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, ধানম-ি নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন। এছাড়াও মার্চের শেষ সপ্তাহে সুবিধাজনক সময়ে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×