ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৯, ১১ মার্চ ২০১৮

সাতকানিয়ায় অগ্নিদগ্ধ  হয়ে মা-ছেলের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলায় নিজ ঘরে আগুনে দগ্ধ হয়ে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামে শীলপাড়ায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছে ওই পরিবারের কন্যা পূর্ণিমাশীলও। নিহত মায়ের নাম মঞ্জু শীল ও ছেলে অমিত শীল। অগ্নিদগ্ধ পূর্ণিমাশীল বর্তমানে চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সাতকানিয়া পুলিশ জানায়, শুক্রবার রাত বারোটার খানিক আগে মঞ্জুশীলের ঘরে আগুন লাগে। রান্নার চুলা থেকে আগুনের সৃষ্টি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। . চাঁপাইয়ে শিশু স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, শিবগঞ্জ উপজেলার মরদনা-হঠাৎপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে গোলাম নবী (৯) নামে এক শিশু। শুক্রবার রাতে বাড়িতে আগুন লাগলে ঘুমিয়ে থাকা অবস্থাতেই পুড়ে মারা যায় সে। নিহত নবী ওই গ্রামের সুমন আলীর ছেলে। এ ঘটনায় তিনটি গরু পুড়ে মারা যায়। থানা সূত্রে জানা গেছে, সুমন আলীর গরুর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধূপ জ্বালানো হয়। সেই ধূপের আগুন থেকে রাত ১১টার দিকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। সেই আগুন পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘর সংলগ্ন একটি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা যায় নবী। . টঙ্গী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় তুলার গোডাউনে এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৪টি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অগ্নিকা-ে প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। . সাভার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, শুক্রবার অগ্নিকা-ে চুলের রং তৈরি করার কারখানা, ৩টি পোশাক কারখানাসহ একটি বাড়ির ১৫টি কক্ষ ভস্মীভূত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার আশুলিয়ায় আবারও ভয়াভহ অগ্নিকা-ে ভস্মীভূত হয়ে যায় ২টি পোশাক কারখানার ঝুটের গোডাউন। শনিবার দুপুর একটার দিকে আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি এলাকায় আলিফ এ্যাম্বডায়রি ও মেহনাজ স্টাইলস এ্যান্ড ক্রাফট লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে। . ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ভুজপুর থানাধীন পূর্ব সুয়াবিল নাথ পাড়ায় শুক্রবার সন্ধ্যায় এক অগ্নিকা-ে ১০টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা। এ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে- অমূল্য নাথ, প্রফুল্ল নাথ, অর্জুন নাথ, রতন নাথ, দিলীপ নাথ, খোকন নাথসহ দশ পরিবার। স্থানীয় সূত্রগুলো জানায়, চুল্লির আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। . বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, কেন্দ্রীয় পোস্ট অফিস সংলগ্ন এলাকয় শুক্রবার রাতে অগ্নিকা-ে ছয়টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হাজী মোহাম্মদ মহসিন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস জানান, শুক্রবার গভীর রাতে বিভাগীয় পোস্ট অফিসের পেছনের উত্তম সু স্টোর, মেসার্স সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ফটোকপির দোকান, মাহাদী স্টোর নামের একটি ফাইবার দোকান পুড়ে যায়। দোকানের পেছনের অংশে থাকা একটি মেস ও দুইটি গোডাউন ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। . কচুয়ায় নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, ভয়াবহ অগ্নিকা-ে ২টি ঘর, গরু, ছাগল ও হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার ভোরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের দেয়ান বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা ফয়েজ উল্যাহর স্ত্রী রেহান বেগম আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে বসতবাড়ি, ২টি গরু, ৭টি রাম ছাগল, ২৫টি হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। . দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ফুলবাড়ী উপজেলা শহরে শুক্রবার গভীর রাতে চালের গোডাউন আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০ টায় শহরের রেলগেট বাজারের ব্যবসায়ী মকলেছার রহমানের হাস্কিং মিল ও চালের গোডাউনে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফুলবাড়ী উপজেলা দমকল বাহিনীর দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
×