ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে দুই কিশোরী ধর্ষণ নিয়ে দাঙ্গা সৃষ্টির প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৫৮, ১১ মার্চ ২০১৮

রাঙ্গামাটিতে দুই  কিশোরী ধর্ষণ নিয়ে দাঙ্গা সৃষ্টির  প্রতিবাদ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ চাকমা রাজা দেবাশিষ রায় ও রানী ইয়েন ইয়েন কর্তৃক রাঙ্গামাটির দুই কিশোরীর কথিত ধর্ষণ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এই সম্মেলন করে বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিন। তিনি বলেন, স্বীকৃত রাজাকার ত্রিদিপ রায়ের ছেলে চাকমা রাজা দেবাশিষ রায় ও রানী ইয়েন ইয়েন পাহাড়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। রাঙ্গামাটির বিলাইছড়ির দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এ ছাড়া হাইকোর্ট থেকে রাজাকার ত্রিদিপ রায়ের সকল স্থাপনা মুছে ফেলার নির্দেশ দেয়া হলেও একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সেই নির্দেশনা ধামাচাপা দেয়া হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদ, মানিকছড়ি ও রামগড়ে অপহৃতদের উদ্ধার, সংগঠিত সকল হত্যাকান্ড, অপহরণের বিচার এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহসাধারণ সম্পাদক রবিউল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আলম।
×