ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৪:৫৫, ১১ মার্চ ২০১৮

যমুনা সার কারখানায়  ইউরিয়া  উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ মার্চ ॥ দেশের বৃহত্তম দানারদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের চিঠি দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ রাখার সরকারী আদেশ সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে শুক্রবার রাত ১১টা থেকে সার কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পেট্টোবাংলার আদেশের কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার যমুনা সার কারখানা কর্তৃপক্ষকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার চিঠি দেয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেয়া সেই চিঠিতে চলতি সেচ মৌসুমে বিদ্যুত উৎপাদনের অধিক গ্যাস ব্যবহার নিশ্চিত করা এবং দেশের গ্যাসভিত্তিক শিল্পখাতে প্রকট গ্যাস সঙ্কট মোকাবেলায় যমুনা সার কারখানা বন্ধ রাখতে বলা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ওই চিঠির প্রেক্ষিতে শুক্রবার রাত ১১টা থেকে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারখানার সকল ইউনিট নিরাপদে বন্ধ করে দেয়ার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। সূত্রটি আরও জানায়, গ্যাসভিত্তিক বিদ্যুত উৎপাদন ও শিল্পখাতে গ্যাস সঙ্কট মোকাবেলার কারণ দেখিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৩১ জানুয়ারি থেকে টানা ১৬ দিন কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে কারখানার সকল ইউনিট চালু করা হয়। ১৯ ফেব্রুয়ারি ভোর থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। টানা ২০ দিন চালু থাকার পর সার কারখানাটি পুনরায় গ্যাস সঙ্কটের কারণে বন্ধ করা হলো। চলতি মাসে এই সারকারখানা থেকে ইউরিয়া সার বিপণনের চাহিদা রয়েছে ২৪ হাজার মেট্রিক টন। বর্তমানে কারখানায় ইউরিয়া সার মজুদ রয়েছে মাত্র ২ হাজার মেট্রিক টন। এতে করে কারখানার আওতাধীন জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গের ১৬ জেলায় চলতি সেচ মওসুমে ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। যদিও কারখানা কর্তৃপক্ষ আমদানিনির্ভর সারের মজুদের কথা উল্লেখ করে সারের কোন সঙ্কট হবে না বলে জানিয়েছেন। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা শনিবার সকালে বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের চিঠির আলোকেই সার কারখানা বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই পত্রে কোন কিছু জানায়নি। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য হয়তো কারখানা বন্ধ থাকবে।
×