ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মান্দায় অর্থাভাবে ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিত: ০৪:৫৫, ১১ মার্চ ২০১৮

মান্দায় অর্থাভাবে  ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মান্দায় অর্থাভাবে বন্ধ হয়ে গেছে বালুবাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন শিবনদের ওপর নির্মাণাধীন একটি ব্রিজের কাজ। এলাকাবাসীর অর্থায়নে অর্ধেকটা নির্মিত হলেও অবশিষ্ট কাজ ঝুলে আছে বছরের পর বছর। দফায় দফায় প্রতিশ্রুতি মিললেও মিলছে না সরকারী বরাদ্দ। ব্রিজের কাজ সম্পন্ন করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয়রা। শিবনদের উল্লেখিত স্থানে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন, চককেশব, বানিসর, হাটোইর, মনোহরপুর ও চকমোনহরপুর গ্রামের অন্তত ৫ হাজার পরিবার। প্রায় দেড় যুগ আগে ওই স্থানে ব্রিজ নির্মাণে সোচ্চার হয়ে ওঠেন স্থানীয়রা। বিগত ২০০৪ সালের দিকে এ দাবি আরও জোরালো হয়। স্থানীয়ভাবে কমিটি গঠন করে উত্তোলন করা হয় এক লাখ টাকা। ওই সময় তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সচিব বালুবাজার গ্রামের নুরুল ইসলামও ব্রিজটি নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। সরকারীভাবে ব্রিজটি নির্মাণে ব্যর্থ হয়েও মনোবল ভেঙ্গে পড়েনি স্থানীয়দের। তারা ব্রিজ নির্মাণের লক্ষ্য নিয়ে বালুবাজার বাজারে দুইবার ইসলামী জালসার আয়োজন করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিত্তবানসহ সব শ্রেণী-পেশার মানুষ। হাটোইর গ্রামের মাহফুজুর রহমান জানান, দুই জালসায় লক্ষাধিক টাকা, ২৫০ বস্তা সিমেন্ট ও ৯০ মণ ধান আদায় হয়। আগের উত্তোলনকৃত এক লাখ টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে মুনাফা আসে ৮০ হাজার টাকা। এটুকু পুঁজি নিয়েই ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হয়। তিনি আরও বলেন, নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়রা আরও সহযোগিতা করেন। তা দিয়ে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। অর্থের অভাবে আজও পড়ে রয়েছে অবশিষ্ট কাজ। স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন সরদার জানান, শিবনদের ওই স্থানে ব্রিজ নির্মাণের লক্ষ্যে সেসময় কেশবপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ খানকে সভাপতি, পরানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস খানকে সাধারণ সম্পাদক ও বালুবাজার কলেজের ডেমোনেস্টেটর হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির তত্ত্বাবধানে ব্রিজটির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজ নির্মাণ কমিটির সভাপতি আবু দাউদ খান জানান, স্থানীয়দের অর্থায়নে ১৪০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৮ ফুট চওড়া ব্রিজটির ৯০ ফুট কাজ সম্পন্ন হয়েছে। ব্যয় হয়েছে ২০ লক্ষাধিক টাকা। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন। এ জন্য সরকারী সহায়তা কামনা করেন তিনি। বালুবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, ব্রিজ নির্মাণ সংলগ্ন এলাকায় বালুবাজার উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, কমিউনিটি ক্লিনিক ও একটি ডাকঘর রয়েছে। পাশে রয়েছে বালুবাজার মহাবিদ্যালয়, চককেশব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বানিসর দাখিল মাদ্রাসা ও বৃহৎ একটি ফুটবল খেলার মাঠ। এছাড়া প্রতিদিন বিকেলে বাজার বসে। রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। নদীর উত্তর পাড়ে বসবাসরত লোকজন প্রতিদিন অন্তত ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাজারে আসেন। তিনি আরও বলেন, চককেশব, বানিসর, হাটোইর, মনোহরপুর ও চকমোনহরপুর গ্রামের অন্তত ৫ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে।
×