ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনাফার ৫০ শতাংশ লভ্যাংশ দেবে নিটল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৪:৪৯, ১১ মার্চ ২০১৮

মুনাফার ৫০ শতাংশ লভ্যাংশ দেবে নিটল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় মুনাফার ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বাকি ৫০ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। নিটল ইন্স্যুরেন্সের ২০১৭ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৮ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৪ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১.৪০ টাকা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫০ শতাংশ। বাকি ৫০ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। কোম্পানিটির ২০১৭ সালে শেয়ার প্রতি ২.৭৮ টাকা হিসেবে মোট ৯ কোটি ৮১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ১.৪০ টাকা বোনাস লভ্যাংশ হিসাবে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার দেয়া হবে। আর বাকি ৪ কোটি ৮৭ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×