ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৮, ১১ মার্চ ২০১৮

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে এক হাজার ৮৫৯ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৬৭ কোটি ৯৪ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে দশমিক ৪৫ শতাংশ। একই সঙ্গে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৭৩ শতাংশ বা ৪২ দশমিক ৮৫ পয়েন্ট। ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ৪ শতাংশ বা দশমিক ৫৬ পয়েন্ট। আর ডিএসই ৩০ সূচক কমেছে ১ দশমিক ১৬ শতাংশ বা ২৫ দশমিক ১৪ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তীত ছিল ৩৬টির দর। অন্যদিকে মোট লেনদেনের ৯০.৪৮ শতাংশ ছিল এ-ক্যাটাগরির, ৭ দশমিক ৭৮ শতাংশ বি-ক্যাটাগরির, এবং ১ দশমিক ৭৪ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এই খাতে ৪ দশমিক ২ শতাংশ দর বেড়েছে। এরপরে টেলিকম খাতে ৩ দশমিক ৩ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ১ দশমিক ৮ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৬ শতাংশ, ভ্রমণ খাতে ১ দশমিক ১ শতাংশ দর বেড়েছে। এছাড়া ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৭ শতাংশ, মিউচুয়াল ফান্ড, জীবন বীমা ও আইটি খাতে দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে বাকি ৭ খাতে। গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক খাতে। এই খাতে ২ দশমিক ৩ শতাংশ দর কমেছে। এছাড়া সিমেন্ট খাতে ১ দশমিক ৯ শতাংশ, খাদ্য খাতে ১ দশমিক ৪ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৩ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৭ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৫ শতাংশ এবং বস্ত্রখাতে দশমিক ২ শতাংশ দর কমেছে। এছাড়া জ্বালানি ও বিদ্যুত এবং কাগজ খাতে রিটার্ন দর অপরিবর্তিত রয়েছে। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৮৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪৮ দশমিক ৬৩ শতাংশ। আর সিএএসপিআই সূচক কমেছে দশমিক ৪৩ শতাংশ। গত সপ্তাহের লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ মুন্নু সিরামিক, ন্যাশনাল টিউব, ইবনে সিনা, ইফাদ অটো, নাহি এ্যালুমিনিয়াম, গ্রামীণ ফোন, এপেক্স ফুড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা ও ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, রহিম টেক্সটাইল, নাহি এ্যালুমিনিয়াম, এইচআর টেক্সটাইল, জেমিনি সী ফুড, দেশ গার্মেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, রেকিট বেনকিসার, বিবিএস ও প্রিমিয়ার সিমেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, দুলামিয়া কটন, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক, মেঘনা পেট, বেক্সিমকো সিনথেটিক, আলিফ ম্যানুফ্যাকচারিং, ইসলামী ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার।
×