ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্জিনে ফিরেছে আমরা নেটওয়ার্ক

প্রকাশিত: ০৪:৪৮, ১১ মার্চ ২০১৮

মার্জিনে ফিরেছে আমরা নেটওয়ার্ক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাটাগরি পরিবর্তনের কারণে ৩০ কার্যদিবস নন-মার্জিন শেয়ারে লেনদেন করার পর আগামীকাল সোমবার থেকে মার্জিনে ফিরেছে পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি হতে ‘এন’ ক্যাটাগরি হতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়ে নন-মার্জিন বা অঋণযোগ্য শেয়ার হিসাবে আমরা নেটওয়ার্কসের লেনদেন শুরু হয়। আজ রবিবার ‘এ’ ক্যাটাগরিতে কোম্পানিটির লেনদেন ৩০ কার্যদিবস পূর্ণ হবে। সিকিউরিটিজ আইন অনুযায়ী, আগামীকাল সোমবার হতে কোম্পানিটির শেয়ার মার্জিনেবল বা ঋণযোগ্য শেয়ার হিসাবে গণ্য হবে। উল্লেখ্য, ৩০ জুন ২০১৬ হিসাব বছরের জন্য আমরা নেটওয়ার্ক ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করায় এটি ‘এন’ ক্যাটাগরি হতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২২ পয়সা। এদিকে, চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। আয় বেড়েছে ১০৪.৬১ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। আয় বেড়েছে ৯৯.২০ শতাংশ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালের ২ অক্টোবর শেয়ারবাজারে আমরা নেটওয়ার্কের লেনদেন শুরু হয়। প্রথম দিন কোম্পানিটির শেয়ারদর ১৩৮ টাকা ৪০ পয়সায় ক্লোজিং হয়। এরপর কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ১৫৬ টাকা ৬০ পয়সায় উঠে। বর্তমানে কোম্পানিটি সর্বোচ্চ দরের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম দরে লেনদেন হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ক্লোজিং হয় ৯৪.১০ টাকার। সেই হিসাবে কোম্পানিটির বর্তমান মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৮.৭৫। জানা যায়, আমরা নেটওয়ার্ক বুক বিল্ডিং পদ্ধতিতে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা দরে ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ ৭ টাকা তুলেছে। এই শেয়ারের মধ্যে ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি শেয়ার পেয়েছে সাধারণ বিনিয়োগকারীরা, যা মোট শেয়ারের ৪০ শতাংশ। সেই হিসাবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা সংগ্রহ করা হয়েছে। বাকি ৬০ শতাংশ বা ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি শেয়ার পেয়েছে মিউচুয়ালসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, যাদের কাছে থেকে ৩৯ টাকা দরে ৩৫ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকা সংগ্রহ করা হয়েছে। আইপিও অর্থে কোম্পানির বিএমআরই (আধুনিকায়ন), ডাটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই হট স্পট প্রতিষ্ঠা করা হবে। প্রসঙ্গত, বর্তমানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৩.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৬.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬.২০ শতাংশ শেয়ার রয়েছে।
×