ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ৫০ বছর পূর্র্তিতে মিলনমেলা

প্রকাশিত: ০৪:৪০, ১১ মার্চ ২০১৮

গ্রাফিক আর্টস  ইনস্টিটিউটের ৫০ বছর পূর্র্তিতে মিলনমেলা

নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল দেশের একমাত্র প্রিন্টিং ও ডিজাইনের সরকারী শিক্ষা প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউট প্রাঙ্গণ। সকাল থেকেই ইনস্টিটিউট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদ রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলা উপলক্ষে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও ইনস্টিটিউট এ্যালমনাই এ্যাসোসিয়েশন আয়োজন করেন জব ফেয়ার ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা। এতে ৫টি প্রতিষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রধান্য দিচ্ছে। কারিগরি শিক্ষায় দক্ষ না হলে দেশ এগোবে না। এ জন্য কারিগরি শিক্ষার মানউন্নয়ন করার জন্য ঐতিহ্যবাহী সরকারী গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০তলা ভবন এবং মেয়েদের জন্য স্বতন্ত্র হল করে দেয়া হবে। আর গ্রাফিক আর্টসে বিএসসি ডিগ্রী করার জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। -বিজ্ঞপ্তি
×