ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা ॥ তিন নারী ও বন্দুকধারী নিহত

প্রকাশিত: ০৪:২১, ১১ মার্চ ২০১৮

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা ॥ তিন নারী ও বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি রাইফেল হাতে যুদ্ধাহত সেনাদের একটি আশ্রয় কেন্দ্রে প্রবেশ করে তিন নারীকে হত্যা করেছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। এএফপি। এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের ক্যাপ্টেন ক্রিস চাইল্ডস জানান, শুক্রবার হামলাকারী ইউন্টভিলার ওই আশ্রয় কেন্দ্রটিতে প্রবেশ করে এবং তিন নারীকে জিম্মি করে। কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (জিএমটি ০২:০০) দিকে তিন নারীর মৃতদেহের পাশে বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। নিহত তিন নারী ওই কেন্দ্রের কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বন্দুকধারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। তার সঙ্গে নিহত তিন নারীর কোন স¤পর্ক ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। ক্রিস চাইল্ডস আরও বলেন, স্থানীয় ডেপুটি সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্দেহভাজন বন্দুকধারীকে আটকাতে পাল্টা গুলি চালান। তিনি বন্দুকধারীকে এক জায়গায় আটকে রাখেন। যে কারণে সেখানে থাকা অন্যদের প্রাণ রক্ষা পেয়েছে। এর স¤পূর্ণ কৃতিত্ব তার। ব্রাজিল-মেক্সিকোতে বিশ্বের অধিকাংশ বিপজ্জনক শহর বিশ্বে সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের ১৭টিই ব্রাজিলের, আর এর পরের অবস্থানটি মেক্সিকোর। সহিংসতার বিরুদ্ধে কাজ করে আসা মেক্সিকোর প্রতিষ্ঠান সিকিউরিটি, জাস্টিস এ্যান্ড পিসের করা এ তালিকায় অধিকাংশ শহরই মধ্য ও দক্ষিণ আমেরিকার। শীর্ষ ৫০টির তালিকায় যুক্তরাষ্ট্র ও আফ্রিকার শহর আছে গুটিকয়েক। এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কোন শহর এ তালিকায় আসেনি। ২০১৭ সালে শহরগুলোতে সংঘটিত হত্যাকাণ্ডের হারের ভিত্তিতে এ তালিকাটি করেছে সিকিউরিটি, জাস্টিস এ্যান্ড পিস। প্রতি এক লাখ মানুষে কয়জন হত্যাকাণ্ডের শিকার হন, তা ভিত্তিতে করা হয়েছে এ তালিকা। তালিকার বেশিরভাগ শহর ব্রাজিলের হলেও সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে উঠে এসেছে মেক্সিকোর লস কাবোসের নাম। শহরটির প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে সহিংসতা। মেক্সিকোতে গত বছর ২৯ হাজার হত্যাকা- ঘটে।-বিজনেস ইনসাইডার।
×