ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটবলের সেমিফাইনালে সিলেট ও রাজশাহী

প্রকাশিত: ০৭:২১, ১০ মার্চ ২০১৮

 ফুটবলের সেমিফাইনালে সিলেট ও রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম দুটি কোয়ারর্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল দশটায় অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচটিতে ৩-২ গোলে নিষ্পত্তি হয়। পিছিয়ে থেকেও অসাধারণ এক জয় তুলে নেয় রাজশাহী। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগকে উড়িয়ে দিয়ে ৩-১ ব্যবধানে দারুণ এক জয় তুলে নেয় সিলেট বিভাগ। ম্যাচের শুরুতেই মাঝমাঠ থেকে বল পেয়ে একাই রাজশাহীর রক্ষণভাগ গুঁড়িয়ে দিয়ে বল জালে জড়ান চট্টগ্রামের ফারুকুল ইসলাম। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় গোলটি করেন জমির উদ্দিন ৩১ মিনিটি। বাম প্রান্তের ক্রসে তিনি গোলটি করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে রাজশাহী শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ মুহূর্তে সজিবের কল্যাণে স্কোর লাইন ব্যবধান কমায় (২-১)। বিরতি থেকে ফিরে ছন্দপতন ঘটে চট্টগ্রামের। প্রথমার্ধে প্রভাব বিস্তার করা সেই চট্টগ্রামকে খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয়ার্ধে। রাজশাহীর একের পর এক আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত সময় কাটাতে হয় চট্টগ্রামের রক্ষণভাগকে। যদিও শেষ রক্ষা হয়নি ৬৬ মিনিটি ঈমন এবং ৭০ মিনিটে মেহেদীর গোলে (২-৩) ব্যবধান বাড়ায় রাজশাহী। এদিকে সিলেট শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পাচ্ছিলেন না। উল্টো ২২ মিনিটে খুলনার রনির গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিলেট। গোল খেলে আরও কয়েকবার আক্রমণে গিয়েও খুলনার রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে পারেনি সিলেট। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে সিলেট। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণে খুলনার রক্ষণদুর্গ ভেঙ্গে তিনটি গোল আদায় করে নেয় সিলেট। রাসেল আহমেদ ৫০ মিনিটে গোল করলে সমতায় ফেরে সিলেট। এর কিছুক্ষণ ৬৫ মিনিটে হেলাল আহমেদ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিলেট।
×