ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসজির নতুন কোচ কে?

প্রকাশিত: ০৭:২০, ১০ মার্চ ২০১৮

পিএসজির নতুন  কোচ কে?

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ খুঁজছে পিএসজি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায়ের পর জোরেশোরেই নেমেছে প্যারিস জায়ান্টরা। চাপের মুখে থাকা উনাই এমেরির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষেই। এমেরির সঙ্গে চুক্তি নবায়ন করার সম্ভাবনা ক্ষীণ! তাহলে কে হচ্ছেন কাতারি পেট্টো-ডলারে তারকাসমৃদ্ধ পিএসজির নতুন কা-রি? টপ লিস্টে শোনা যাচ্ছে টটেনহ্যামে দারুণ সময় কাটানো আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। পচেত্তিনোর সঙ্গে চেলসির ইতালিয়ান অভিজ্ঞ কোচ এ্যান্তোনিও কন্টেকেও পছন্দের তালিকায় উপরের সারিতে রেখেছে পিএসজি। এমেরির স্থলাভিষিক্ত হিসেবে পচেত্তিনোকে এগিয়ে রাখা হচ্ছে। তবে কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটিই এখন প্রশ্ন। সূত্রমতে, কাতারের আমির ও পিএসজির মালিক ওরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ তামিম বিন হামাদ আল থানির চাওয়া অনুযায়ী, কোচ পদে দ্রুত পরিবর্তন আনতে চাপের মুখে আছেন পিএসজি চেয়ারম্যান ও সিইও নাসের আল খেলাইফি।
×