ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ০৭:১২, ১০ মার্চ ২০১৮

পাথরঘাটায় আহত ছাত্রদল নেতার  মৃত্যু

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৯ মার্চ ॥ পাথরঘাটায় পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক আতুর সোহাগ বাহিনীর হামলায় আহত ছাত্রদল নেতা আসাদুল্লা মারা গেছেন। ১৩ দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার বেলা ১১টার সময় আইসিইউতে তিনি মারা যান। পাথরঘাটা থানার ওসি মোল্যা মোঃ খবির উদ্দিন খবরটি নিশ্চত করেছেন। আসাদুল্লা পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার পাথরঘাটা সদর ইউনিয়নের ১ ন¤¦র ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আঃ গণি হাওলাদারের বাড়ির সামনে আতুর সোহাগসহ ৫/৭ জনে আসাদুল্লার ওপর হামলা করে। এ সময় ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে আসাদুল্লা। পরে ডান পায়ের রগ কর্তন করা হয়। সন্ত্রাসীদের ছুরির আঘাতে পেটের ভুড়ি বের হয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর এত দিন আসাদুল্লাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। আসাদুল্লার বাবা আলাউদ্দিন অভিযোগ করেছেন, ঘটনা পর আমি বাদী হয়ে মামলা করেছি। ৫ জন আসামির মধ্যে জাহাঙ্গীর নামে এক আসামিকে পুলিশ আটক করেছে। অন্যান্য আসামিরা রাস্তায় ঘোরাফেরা করছে পুলিশ তাদেরকে ধরছে না। আমার ছেলের মৃত্যুর খবর আজ হত্যাকারীরা আজ আত্মগোপন করেছে। পাথরঘাটা থানায় মামলার আই ও, উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঘটনার পর একজন আসামিকে আটক করা হয়েছে এর পর থেকেই অন্য আসামিরা সবাই পলাতক রয়েছে।
×