ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ইটের আঘাতে শিশু হত্যা ॥ গ্রেফতার এক

প্রকাশিত: ০৭:১০, ১০ মার্চ ২০১৮

চট্টগ্রামে ইটের আঘাতে শিশু হত্যা ॥  গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার খালপাড় আহমদপাড়া বার্মা কলোনিতে আট বছরের এক শিশুকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকারী ইমন হোসেন (২০) একজন রিক্সাচালক। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সিএমপির পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, হতভাগ্য শিশুটির নাম সোহাগ। বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে সোহাগকে নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত ঘরে। সেখানে নির্যাতনের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। ঠিক তখনই হাতের কাছে থাকা ইটের আঘাতে হত্যা করা হয় ইমনকে। মাথায় আঘাতপ্রাপ্ত ইমন সেখানেই মারা যায়। পুলিশ জানায়, ঘটনার পর সোহাগের বাবা-মা পুলিশের শরণাপন্ন হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করে পুলিশ। নিহত শিশু সোহাগের বাবাও পেশায় একজন রিক্সাচালক। আর মা পোশাককর্মী। উভয় পরিবারের বাড়িই ভোলার চরফ্যাশন এলাকায়। . ধামরাইয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, নিখোঁজের ২ দিন পরে ধামরাই থেকে টিটু মিয়া (১০) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধামরাই থানাধীন শরিফবাগ এলাকার বংশী নদীর পাশে একটি বড়ই গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। শিশুর পিতা আলম শেখ জানান, ২ দিন আগে টিটু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে চালিয়েও তার কোন খোঁজ মিলেনি। পরে এদিন সকালে বংশী নদীর পাশে একটি বড়ই গাছে ঝুলন্ত অবস্থায় তার শিশুপুত্রের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
×