ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় রংপুরে আরোহী নিহত

প্রকাশিত: ০৭:০৯, ১০ মার্চ ২০১৮

সড়ক দুর্ঘটনায় রংপুরে আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা রংপুর, ৯ মার্চ ॥ কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজের কাছে বৃহস্পতিবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম থেকে রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেলযোগে দু’জন আরোহী রংপুর আসার পথে কাউনিয়ার বেইলি ব্রিজের সামনে একটি ট্রাক্টর ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা আলমগীর হোসেন (৩৭) রাস্তায় ছিটকে পড়েন। এ সময় লালমনিরহাট থেকে রংপুরগামী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেল চালক নবাব আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আলমগীরের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার খামার সাতনালা গ্রামে বলে জানা গেছে। . ঈশ্বরদীতে চালক স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, সকাল সাড়ে ছয়টায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কের সড়ইকান্দিতে পাথর ও তুলা ভর্তি দু’টি ট্রাকের মুখোমখি সংঘর্ষে ট্রাকচালক নজরুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। ঈশ্বরদী থেকে ঢাকাগামী তুলা ভর্তি ট্রাকটি সড়ইকান্দি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। . রূপগঞ্জে প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সানাউল্লাহ (৬৫) নামে মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন টোল প্লাজা এলাকায় দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত সানাউল্লাহ মিয়া কাঞ্চন কেন্দুয়া খালপাড় এলাকার মৃত আহসানউল্লার ছেলে। ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহম্মেদ জানান, কাঞ্চন টোল প্লাজার একটু সামনে মানসিক প্রতিবন্ধী সানাউল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। . আমতলীতে শিক্ষা সফরের বাস পুকুরে নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে আসা বাস পুকুরে পড়ে যায়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। জানা গেছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফর উপলক্ষে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ থেকে কুয়াকাটা যাচ্ছিল। শুক্রবার ভোররাতে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলীর বান্দ্রা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। . নীলফামারীতে ঘরে ঢুকল ট্রাক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সড়ক ছেড়ে চলন্ত ট্রাক ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত প্রসূতি লাভলী বেগম (৩০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় রয়েছে লাভলীর ৪০ দিনের নবজাতক মেয়ে সন্তানটি। চলন্ত ট্রাকটি শুক্রবার ভোর ছয়টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার ডোমার ইউনিয়ন পরিষদ পাড়ার দেবীগঞ্জ সড়কে ওই বাড়ির ঘরে ঢুকে পড়েছিল। আহত লাভলী ওই এলাকার কৃষি শ্রমিক এন্তা আলীর (৬০) মেয়ে।
×