ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে পতাকা উত্তোলন দিবস পালিত

প্রকাশিত: ০৭:০৭, ১০ মার্চ ২০১৮

শাহজাদপুরে পতাকা উত্তোলন দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৯ মার্চ ॥ ৯ মার্চ শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আনুষ্ঠিকভাবে পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শাহজাদপুর কলেজ ছাত্র সংসদের তদানীন্তন জিএস শাহিদুজ্জামান হেলাল। মুক্তিপাগল হাজার হাজার জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন এমএনএ (জাতীয় সংসদ সদস্য) সৈয়দ হোসেন মুনসুর (প্রয়াত)। এ উপলক্ষে ছাত্রলীগ (জাসদ) শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ শাহিদুজ্জামান হেলালের কবরে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপনে নানা কর্মসূচী গ্রহণ করেছে।
×