ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রহসনের সালিশ

নির্যাতিত ছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দিল কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৭:০৫, ১০ মার্চ ২০১৮

 নির্যাতিত ছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দিল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ঘটানো বখাটের কোন বিচার না করে উল্টো প্রহসনের সালিশে স্কুলছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বত্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের। জানা গেছে, ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী দিন বুধবার বিকেলে স্থানীয় প্রভাবশালী ঝন্টু বালার ভাগ্নে ও জুরান বেপারীর পুত্র আকাশ বেপারী বিদ্যালয়ের আবাসিক হোস্টেলের নবম শ্রেণীর ছাত্রী লিপিকা হালদারকে বিদ্যালয়ের নির্জন একটি কক্ষে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে বখাটে আকাশ ধর্ষণে ব্যর্থ হয়ে দ্রুত সটকে পরে। পার্শ¦বর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা ছাত্রীর বিষয়টি তাৎক্ষণিকভাবে হোস্টেল সুপার সুপ্রিয়া মালাকারকে অবহিত করেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে হোস্টেলের সুপারসহ স্থানীয় ঝন্টু বালা, জগদীশ হালদার, দিলীপ হালদার, প্রকাশ বাড়ৈ, প্রণব বৈদ্যর উপস্থিতিতে স্কুলে একটি প্রহসনের সালিশ বসে। এ সময় প্রভাবশালী ঝন্টু বালা তার ভাগ্নে অভিযুক্ত আকাশের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়েই প্রভাব খাটিয়ে তাকে নিয়ে চলে যায়। পরবর্তীতে উল্টো শ্লীলতাহানির শিকার ছাত্রীর অভিভাবক ডেকে তাদের কাছ থেকে লিখিত রেখে ছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় হোস্টেল ও স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব বৈদ্য ছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দেয়ার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।
×