ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাওলানা ভাসানী ভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৭:০৫, ১০ মার্চ ২০১৮

মাওলানা ভাসানী  ভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে ‘গুড গভর্নেন্স ইন অফিস এ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (আইকিউএসি)’-এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি, মাভাবিপ্রবি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত কোষাধ্যক্ষ সাজ্জাদ হুসাইন মন্ডল। -বিজ্ঞপ্তি।
×