ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে চালকদের ভাড়া নৈরাজ্য ॥ যাত্রী লাঞ্ছিত

প্রকাশিত: ০৭:০৩, ১০ মার্চ ২০১৮

কেরানীগঞ্জে চালকদের ভাড়া নৈরাজ্য ॥ যাত্রী লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ মার্চ ॥ কেরানীগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে রিক্সা ও অটোরিক্সা চালকরা। যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে তারা চালাচ্ছে এক ধরনের নৈরাজ্য। ভাড়ার দরকষাকষিতে যাত্রীকে চালকরা ‘পুষাইলে ওঠেন, না পুষাইলে হাঁটেন’ এমনটা বলতেও ছাড়ছে না! কামরুজ্জামান নামক এক যুবক কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে জিনজিরা বাজার যাবেন। কদমতলী থেকে জিনজিরা যেতে স্বাভাবিক ভাড়া যেখানে ২০ টাকা সেখানে রিক্সা চালকরা তার কাছে চাইলেন ৪০ টাকা। এ নিয়ে চালক-যাত্রীর মাঝে হয়ে যায় একপশলা ঝগড়া। হাতাহাতির উপক্রম হওয়ার আগেই অন্যযাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ৩০ টাকা ভাড়া সাব্যস্ত করেই রওনা হন কামরুজ্জামান। কেরানীঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা থেকে নাজিরেরবাগ পাসপোর্ট অফিস যেতে যেখানে রিক্সা ভাড়া ২০ টাকা সেখানে চালকরা ৩০ টাকা হাঁকছেন! আবার চুনকুটিয়া চৌরাস্তা থেকে কদমতলী গোলচত্বর আসতে রিক্সা ভাড়া ১০ টাকা হলেও রিক্সা চালকরা ২০-২৫ টাকার কমে আসতেই চান না! এছাড়া কালিগঞ্জ বাজার থেকে আলম টাওয়ার গুদারাঘাট ভাড়া ১০ টাকা হলেও চালকরা কমপক্ষে ২০ টাকার নিচে যাত্রী তুলছেন না। বুড়িগঙ্গা ২য় সেতু পেরিয়ে নয়াবাজার যেতে ভাড়া সর্বোচ্চ ১৫ টাকা হলেও রিক্সা চালকরা চাইছেন ৩০-৪০ টাকা! কেরানীগঞ্জজুড়ে ভাড়া নৈরাজ্যের এমন চিত্র অনুসন্ধানী চোখে ধরা পড়ে। এদিকে শুধু রিক্সা চালকরাই নয়, অটোরিক্সা চালকরাও চালাচ্ছেন ভাড়া নিয়ে স্বেচ্ছাচারিতা। কোন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে জনপ্রতি স্বাভাবিক ভাড়া যেখানে সর্বোচ্চ ২৫-৩০ টাকা সেখানে অটোরিক্সা চালকরা ইচ্ছেমতো ৫০ টাকার কমে নড়ছেনই না! গোলচত্বর থেকে আটিবাজার যেতে ভাড়া যেখানে ২৫ টাকা সেখানে অটোরিক্সা চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়া নিচ্ছে ৩৫-৪০ টাকা পর্যন্ত। বাধ্য হয়ে যাত্রীরা মুখ বুজে এসব স্বেচ্ছাচারিতা মেনে নিচ্ছে।
×