ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে ডাক্তারের অনিয়মের তদন্ত শুরু

প্রকাশিত: ০৭:০২, ১০ মার্চ ২০১৮

ফেনীতে ডাক্তারের অনিয়মের  তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৯ মার্চ ॥ ফেনী সদর হাসপাতালে ডাক্তারের অনিয়ম নিয়ে দৈনিক জনকণ্ঠে প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে চট্রগ্রাম বিভাগের পরিচালক স্বাস্থ্য তদন্ত কমিটি গঠন করেন। বৃহস্পতিবার দিনভর ফেনী সদর হাসপাতালে তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ আবুল কাশেম সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির সামনে বক্তব্য দিতে আসা ব্যক্তিদের তদন্ত কমিটির কাছে সঠিক তথ্য উপস্থাপন না করার জন্য চাপ দিতে দেখা গেছে। অনিয়ম আর দুর্নীতির সঙ্গে জড়িত ও তাদের সহযোগী প্রভাবশালীরা বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের রক্ষার জন্য হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রিয়াজ উদ্দিন চৌধুরী মরিয়া হয়ে উঠেছেন। দৈনিক জনকণ্ঠে গত ২ মার্চ ফেনী সদর হাসপাতালে ডাক্তারের অনিয়ম, তদন্ত কমিটি গঠন শিরোনামে সংবাদে সদর হাপাতালে গঠিত তদন্ত কমিটির সদস্যের ভূমিকায় প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটি সংক্রান্ত সংবাদ প্রচারিত হলে চট্রগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক বিষয়টি নিয়ে উপ-পরিচালক ডাঃ মোঃ আবুল কাশেমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন।
×