ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা হত্যা

প্রভাবশালীর ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না পরিবার

প্রকাশিত: ০৭:০২, ১০ মার্চ ২০১৮

 প্রভাবশালীর ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে  না পরিবার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশফাক আল রাফী শাওনের হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ১৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি হত্যাকান্ডর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এরই মধ্যে অভিযোগ উঠেছে হত্যাকান্ড ধামাচাপা দিয়ে খুনীদের আড়াল করার। প্রভাবশালী খুনীদের ভয়ে শাওনের পরিবার থানা পুলিশে কোন অভিযোগ করতে সাহস পাচ্ছে না। এমনকী ময়না তদন্ত ছাড়াই শাওনের লাশ দাফন করা হয়েছে শুক্রবার। এ নিয়ে ময়মনসিংহে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকসহ নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শাওন হত্যাকান্ড নিয়ে নিন্দার ঝড় উঠেছে। প্রভাবশালী খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার হবে কী না-এ নিয়েও সন্দিহান অনেকে। প্রচার রয়েছে, ঘটনার পর ঢাকায় তৎপর প্রভাবশালী খুনীচক্র পুরো বিষয়টি ম্যানেজ করে শাওনের লাশ ময়না তদন্ত ছাড়াই হাসপাতাল থেকে বের করে ময়মনসিংহে নিয়ে আসে। এর পর থেকে শাওনের পরিবার হত্যাকান্ডের বিচার প্রশ্নে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের দাবি, অন্তর্কোন্দলের জেরেই শাওন হত্যাকা-। এ কারণেই ময়মনসিংহ আওয়ামী লীগ এ নিয়ে কোন উচ্চবাচ্য করছে না। খুনীদের গ্রেফতারে ময়মনসিংহ আওয়াম লীগের কোন কর্মসূচী না থাকায় বিস্ময় ও হতাশা ব্যক্ত করেছেন দলের একাধিক নেতা। শাওন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছের একমাত্র পুত্র। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, শুক্রবার পর্যন্ত শাওনের পরিবার থেকে থানায় কোন মামলা দায়ের করেনি। শাওন গুলিবিদ্ধ হওয়ার ১৩ দিনেও ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। কোন গ্রেফতারও নেই। অভিযোগ উঠেছে ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। শাওন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এ নিয়ে ময়মনসিংহ নগরীতে নানা গুঞ্জন রয়েছে। তবে ময়মনসিংহ পুলিশ এই অভিযোগ স্বীকার করেনি। শাওনের বাবা আব্দুল কদ্দুছ জানান, বিষয়টি পুলিশ অবগত আছে।
×