ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ পৌরসভার ৯ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া

প্রকাশিত: ০৬:৫৬, ১০ মার্চ ২০১৮

৮ পৌরসভার ৯ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া

বছরের পর বছর বিদ্যুত বিল বকেয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন ৮টি পৌরসভার। যার পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। শুধুমাত্র কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় বকেয়া দেড় কোটি টাকা। বকেয়া বিলের কারণে বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে না সরকারী উদ্যোগে তৈরি বিশুদ্ধ পানির প্লান্টে। ওজোপাডিকো কর্তৃপক্ষ বলছে, বকেয়া বিল পরিশোধ করা হলেই কেবল বিদ্যুত সংযোগ দেয়া হবে। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মতো একই অবস্থা কুমারখালী পৌরসভারও। এখানে দুটি বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হলেও বিদ্যুত বিল বকেয়া থাকায় সচল করা যাচ্ছে না তা। এতে বিশুদ্ধ পানির সঙ্কটে দিন কাটছে পৌরবাসীর। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকোর আওতায় ৮ টি পৌরসভার বিদ্যুত বিল বকেয়া প্রায় ৯ কোটি টাকা। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী বলছেন, বকেয়া বিল পরিশোধ করা হলেই কেবল বিদ্যুত সংযোগ দেয়া হবে প্লান্টগুলোতে। আর্সেনিকপ্রবণ কুষ্টিয়ার ভেড়ামারা, কুমারখালী ও মিরপুর পৌর এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ১০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয় সরকার। তাই দ্রুত বিদ্যুত বিল জটিলতার অবসান চান স্থানীয়রা। -স্টাফ রিপোর্টার
×