ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোস্টারে ঢাকা পড়েছে বন্দর নগরীর সৌন্দর্য

প্রকাশিত: ০৬:৫৩, ১০ মার্চ ২০১৮

পোস্টারে ঢাকা পড়েছে বন্দর নগরীর সৌন্দর্য

স্টাফ রিপোর্টার ॥ পোস্টারে ঢাকা পড়েছে পাহাড় আর সমুদ্র ঘেরা বন্দর নগরীর চট্টগ্রামের সৌন্দর্য। বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত হলেও বিড়ম্বনার আরেক নাম এখন পোস্টার। রাজনৈতিক ও কোচিং সেন্টারের পোস্টারে ছেয়ে গেছে স্কুল-কলেজ, মসজিদের দেয়ালসহ পুরো নগরী। অনুমতি ছাড়া পোস্টার লাগানো শাস্তিযোগ্য অপরাধ হলেও এর প্রয়োগ না হওয়ায় তা মানছে না কেউ। এজন্য কর্পোরেশনের উদাসীনতা ও নজরদারিকে দায়ী করছেন নগর পরিকল্পবিদরা। বন্দর নগরী চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গত’কবছর বিলবোর্ড উচ্ছেদে নেমেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম দিকে রাজনৈতিকসহ নানা বাধার মুখে পড়লেও পরে নানা কৌশল অবলম্বনে সফলতা পায় কর্পোরেশন। কিন্তু বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত হলেও আবার নতুন করে এখন সৃষ্টি হয়েছে পোস্টার নৈরাজ্য। নগরীর ঐতিহ্যবাহী মহসিন ও চট্টগ্রাম কলেজের প্রধান ফটক ও দেয়ালে লাগানো হয়েছে নানা পোস্টার। রাজনৈতিক ও কোচিং সেন্টারসহ নানা প্রতিষ্ঠানের পোস্টারের কারণে প্রতিষ্ঠানের সৌন্দর্য হানিকে মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা। শুধু স্কুল কিংবা কলেজ নয়, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সামনে যততত্র লাগানো হয়েছে পোস্টার। নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে যতদূর দৃষ্টি যায়, ফ্লাইওভারে পিলারের গায়ে চোখে পড়বে সারি সারি পোস্টার। শিক্ষার্থীরা বলেন, ‘রাজনৈতিক পোস্টারের কারণে আমাদের সুন্দর নগরী অসুন্দর হয়ে যাচ্ছে।’
×