ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুব কাছের কিছু প্রযুক্তি

প্রকাশিত: ০৬:৩০, ১০ মার্চ ২০১৮

খুব কাছের কিছু প্রযুক্তি

আইটি ডটকম ডেস্ক ॥ চলে গেছে ২০১৭, নতুন নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে এ বছর প্রযুক্তি খাতে বিদায়ও জানাতে হয়েছে অনেক কিছুকে। আইফোন হোম বাটন: আইফোনের দশ বছরপূর্তি উপলক্ষে আনা আইফোন ঢ-এর মাধ্যমে বিদায় জানানো হয়েছে আইফোনের হোম বাটনকে। হোম বাটনের জায়গায় নিয়ে আসা হয়েছে ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা ফেইস আইডি। আইপড ন্যানো আর শাফল: স্ট্রিমিং সেবাগুলোর দাপটে এ বছর আইপডকে হার মানতে হয়েছে, এমনটাই ভাষ্য মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর। গেল বছর আনুষ্ঠানিকভাবে আইপড নামে থাকা দুই-তিনটি পণ্য বন্ধ করে দেয় এ্যাপল। যদিও প্রতিষ্ঠানটি এখনও ওয়াই-ফাই ব্যবস্থাসমৃদ্ধ আইপড টাচ বিক্রি করছে, এর কারণে এখনও আইপড যুগের পুরোপুরি অবসান বলা যাচ্ছে না। ভাইন : ছোট আকারের ভিডিও শেয়ারিং এ্যাপ ভাইন এ বছর পুরোপুরি বিদায় নিয়েছে। ২০১২ সালে এই প্রতিষ্ঠানটিকে কিনে নিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। ২০১৭ সালে এ্যাপটিকে বন্ধ করে দিয়ে একে ভাইন ক্যামেরা বানিয়ে দেয় মালিক প্রতিষ্ঠানটি। এওএল ইনস্ট্যান্ট মেসেঞ্জার ॥ ফেইসবুকের মেসেঞ্জার আর অন্যান্য মেসেজিং এ্যাপগুলো দাপটে এক সময়কার জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং এ্যাপ এওএল ইনস্ট্যান্ট মেসেঞ্জার এ বছর বিদায় নিয়েছে। নেট নিরপেক্ষতা ॥ ২০১৫ সালে ওবামা প্রশাসন যুগান্তকারী ‘নেট নিরপেক্ষতা’ আইন জারি করে। চলতি বছর নীতিনির্ধারকদের ভোটের পর এই আইন বাতিল করা হয়। এর ফলে কোন সেবার ডেটাকে অন্য আরেকটির চেয়ে বেশি প্রাধান্য দেওয়ার ক্ষমতা নিয়ে মার্কিন ব্রডব্যান্ড সেবাদাতাদের উপর থাকা নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়া হয়েছে। ইয়াহু ॥ ইয়াহু সার্চ ইঞ্জিনটি এখনও চলছে বটে, তবে স্বাধীন সত্তা হারিয়ে এক সময়ের সিলিকন ভ্যালির বরপুত্র বিক্রি হয়ে গেছে এ বছর। একসময় ইন্টারনেট ব্যবসায় আধিপত্য বজায় রাখা ইয়াহুর মূল ব্যবসায় ৪৪৮ কোটি ডলারের বিনিময়ে কেনার প্রক্রিয়া ২০১৭ সালের জুনে সম্পন্ন করার খবর জানায় ভেরাইজন। সেই সঙ্গে প্রতিষ্ঠান ছাড়েন এর তৎকালীন প্রধান নির্বাহী মারিসা মায়ার।
×