ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলমগীর কবির

ফুলের ফাগুন

প্রকাশিত: ০৬:২৬, ১০ মার্চ ২০১৮

ফুলের ফাগুন

দোল খেয়ে যায় চপল হাওয়া লাল পলাশের বনে, ভ্রমরের দল মেতে ওঠে মধুর গুঞ্জরণে। প্রজাপতি ফুলের বোঁটায় মধুর লোভে বসে, পাখার পরশ পেয়ে ফুলের পাপড়ি পড়ে খসে। কৃষ্ণচ্ড়ূার ডালে ডালে ওকি রঙের আগুন, বনে বনে রঙ ছড়াতে এলো ফুলের ফাগুন।
×