ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএমএসের ব্যানারে মিলনের ‘তুমি চলে গেলে’

প্রকাশিত: ০৬:২২, ১০ মার্চ ২০১৮

ডিএমএসের ব্যানারে মিলনের ‘তুমি চলে গেলে’

স্টাফ রিপোর্টার ॥ ‘তুমি চলে গেলে’ শিরোনামের একটি গান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) গত ৮ মার্চ প্রকাশ করেছে। ‘কেন এভাবে তুমি চলে গেলে, আমাকে ছেড়ে দূরে বহুদূরে’ এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর এবং কন্ঠ দিয়েছেন শিল্পী মিলন। সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। একটি অসাধারণ স্যাড রোমান্টিক গল্পে এতে মডেল হয়েছেন ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টি। আর এই গানের মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টি। থাকবে মিলনের উপস্থিতিও। গানটি প্রসঙ্গে মিলন বলেন, প্রত্যেক শিল্পীর কাছেই তার প্রতিটা কাজ প্রিয়। আমার কাছেও তাই, তবে এই গানটি আমার কাছে অন্য এক অনুভূতির গান। গানটির কথা অসাধারণ। ভিডিওটিও দর্শকদের হৃদয় নাড়া দিয়ে যাবে বলে আমি মনে করি। সব মিলে দর্শক-শ্রোতা গানটিকে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)এর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি গানটি ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে শোনা যাচ্ছে। ছোটবেলা থেকেই মোহাম্মদ মিলন স্বপ্ন দেখতেন একদিন শিল্পী হবেন। বাল্যকালেই বাবা মারা যাওয়ায় তার স্বপ্নে ভাটা পড়ে। সংসারের হাল ধরতে গিয়ে স্বপ্নটা প্রায় হারাতেই বসেছিলেন তিনি। তবে আশা ছাড়েননি। কষ্ট করে একটি হারমোনিয়াম কেনেন। তারপর ওস্তাদের কাছে যাওয়া-আসা। ধীরে ধীরে গানটা আয়ত্তে চলে আসে মিলনের। আর তার গায়ক হওয়াতে সবচেয়ে বড় ভূমিকা বর্তমান সময়ের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের। এই দুইজনকে অনেকেই গুরু-শিষ্য বলেই জানে। ২০১২ সালে প্রকাশিত মিক্সড এ্যালবাম ‘মনের ঠিকানা’য় ইমরানের সুর-সঙ্গীতে নিজের প্রথম গান ‘সখী ভালবাসা কারে কয়’ গাওয়ার সুযোগ পান মিলন। প্রকাশ পাওয়ার পরই শ্রোতাদের হৃদয় জয় করে গানটি। পাশাপাশি মিলনও। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। গানের সুরও করছেন নিয়মিত। দীর্ঘদিন পর নতুন গান পেলেন মিলন ভক্তরা।
×