ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নদলের নাট্যজন সম্মাননা পেলেন সাধনা আহমেদ

প্রকাশিত: ০৬:১৯, ১০ মার্চ ২০১৮

স্বপ্নদলের নাট্যজন সম্মাননা  পেলেন সাধনা আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ ‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদলের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল বিশেষ আলোচনা, কৃতী নারী সম্মাননা এবং মনোড্রামা ‘হেলেন কেলার’ প্রযোজনার বিশেষ মঞ্চায়ন। এ বছর স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০১৮’ পেয়েছেন তরুণ নাট্যকার, নাট্যভিনেত্রী সাধনা আহমেদ। পাশাপাশি স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন মাসুম রেজা প্রমুখ। সম্মাননা প্রাপ্ত নাট্যজন সাধনা আহমেদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এই সম্মাননা বাংলার সকল নাট্যনারীর চরণপদ্মে উৎসর্গ করলাম। সম্মাননা জানানোর জন্য স্বপ্নদলের প্রতি কৃতজ্ঞতা জানা। স্বপ্নদল নাটকের স্বপ্নবুননে স্বপ্নপূরনে অক্ষয় হোক সেই কামনা করি। নাট্যকার হিসেবে ‘মাতব্রিং’ ‘ব্রাত্যহীন’সহ বেশকিছু নাটক রচনা করে প্রশংসিত হয়েছেন সাধনা আহমেদ। পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও মঞ্চ পাড়ায় নন্দিত তিনি। বিশ্বের বিস্ময় মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ও নারীর একক অভিনয়ে সমৃদ্ধ ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রযোজনায় একক অভিনয় করেন জুয়েনা শবনম। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন শাখাওয়াত শ্যামল। স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনাটি অন্ধ ও বধির নারী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি-মানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী আন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্র্র্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-নারী অধিকার-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজস্ত্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা- এ উচ্চাঙ্গের অনুভবটিই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়। প্রসঙ্গত, বিশ্বের সব নারীকে আন্তরিক সম্মান জানাতে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। এ পর্যন্ত সংবর্ধনা দেয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমুল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীসহ স্বপ্নদলের সব নিয়মিত নাট্যকর্মীর মাতাদের।
×