ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আরেকটি মন্দার আশঙ্কা বিল গেটসের

প্রকাশিত: ০৬:০৮, ১০ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রে আরেকটি মন্দার আশঙ্কা বিল গেটসের

যুক্তরাষ্ট্র জুড়ে আরও একটি অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকা রিডিটের আস্ক মি এনি থিং পর্বে এক প্রশ্নের উত্তরে সম্প্রতি এমন ধারণা প্রকাশ করেন বিল গেটস। সিএনবিসি। রিডিটকে বিল গেটস বলেন, কখন এটি ঘটবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে এটি যে ঘটবেই এর নিশ্চয়তা দেয়া যায়। বিল গেটস আরও বলেন, ওয়ারেন বাফেট এ সম্পর্কে আগেই জানিয়েছেন, এবং অবশ্যই এ বিষয়ে তিনি (বাফেট) আমার চেয়ে অনেক বেশি ভাল ধারণা রাখেন। তবে অর্থনৈতিক মন্দা নিয়ে পূর্বাভাষ দিলেও টাইমস ম্যাগাজিনে এক সাক্ষাতকারে ওয়ারেন বাফেট ও বিল গেটস বলেছেন, এটি (অর্থনৈতিক মন্দা) মাথার ভেতর কুট কুট করলেও তাদের বিশ্বাস আছে যে মার্কিন পুঁজিবাদ এবং দেশটির নাগরিকদের মৌলিক সৃষ্টিশীলতা এই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে এসে পরিস্থিতি পাল্টে ফেলবে।
×