ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইন ও বোমা অপসারণে দক্ষ আফগান বীর নিহত

প্রকাশিত: ০৬:০৪, ১০ মার্চ ২০১৮

মাইন ও বোমা অপসারণে দক্ষ আফগান বীর নিহত

আফগানিস্তানে তালেবানের হামলায় ৬ বার আহত বোমা অপসারণ বিশেষজ্ঞ বাহাদুর আগা তামাশা করে বলেছিলেন, সপ্তম বারেরটি হবে শেষ হামলা। তিনি যথার্থই বলেছিলেন। শত শত হাতে তৈরি বোমা (আইইডি) নিষ্ক্রিয় করার পর চূড়ান্ত বোমাটি নিষ্ক্রিয় করার সময় জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছেন বাহাদুর। -খবর এএফপির ৩১ বছর বয়স্ক পুলিশ সদস্য বাহাদুর আগা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে একটি আফগান সামরিক যানবহরকে সামনে রেখে মাটিতে হামাগুড়ি দিয়ে মুখঢাল, শিরস্ত্রাণ, শরীরে বর্ম ও দস্তানা ছাড়া ভূমি মাইন ও আইইডিগুলো নিষ্ক্রিয় করেছেন এবং জীবন বাঁচিয়েছেন অসংখ্য মানুষেরও। বাহাদুর জানতেন, শরীর কোন রক্ষা ব্যবস্থা ছাড়া একটু ভুলের জন্য তার জীবন শেষ হয়ে যেতে পারে। কিন্তু দৃশ্যত তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। তিনি ২০১৬ সালের অক্টোবরে ভিআইসিই নিউজের রিপোর্টার বেন এন্ডারসনের কাছে বলেছেন, আমি ছয়বার আহত হয়েছি, সপ্তমবারে আমি হয়তো শেষ হয়ে যাব। তিনি ক্যামেরার সামনে হাসতে হাসতে বলেছিলেন এ কথা। এ চরম মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয় গত ডিসেম্বরে। চার দশকের যুদ্ধে আফগানিস্তান বিশ্বে অত্যন্ত মাইনযুক্ত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে যে, সারাদেশে আইইডি বিস্ফোরণে গতবছর নিহত হয়েছে ৬শ’রও বেশি বেসামরিক নাগরিক এবং বাহাদুরসহ হেলমান্দেই নিহত হয়েছে ১শ’র বেশি। বাহাদুরের ভগ্নিপতি আহমদ শাহ জালান্দ বলেছেন, তালেবানরা একটির স্থলে দুটো করে মাইন পেতেছে। প্রথমটা নিষ্ক্রিয় করলে দ্বিতীয়টি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় মাইনটি বাহাদুরের জীবন কেড়ে নেয়। হেলমান্দের নিরাপত্তা পরিস্থিতির কথা ভেবে তার মৃত্যু সংবাদ গত মাসের আগে পর্যন্ত অত্যন্ত গোপন রাখা হয়েছিল। এই আইইডি বোমাটি সড়কের মাঝখানে পেতে রাখা হয়। সাঁজোয়া যানে অবস্থান নেয়া সৈন্যদের জন্য সড়ক পথ মাইনমুক্ত করছিলেন বাহাদুর। এন্ডারসন এএফপিকে বলেন, বাহাদুর তাকে বলেছিলেন যে, তিনি বাঁচা বা মৃত্যুর কোন পরোয়া করেন না। তিনি কেবল তালেবান হত্যা করতে চান এবং দৃশ্যত তাই সত্য ছিল। তিনি সম্পূর্ণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে অনেক আগেই রণাঙ্গন থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। মা-সহ পরিবারের অন্যান্য সদস্যকে তালেবানরা হত্যা করলে বাহাদুর ১৫ বছর বয়সে পুলিশে যোগ দেন। তিনি মাইন অপসারণকালে গুলিতে শরীরের যে সকল স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সে সকল ক্ষতচিহ্ন এন্ডারসনকে দেখিয়েছেন। একটা গুলি কপালে ঢুকেছে কিন্তু মস্তিষ্কে স্পর্শ করেনি। হেলমান্দে তার সাবেক সহকর্মীরা বলেছেন, তিনি বাহাদুর হয়েই বেঁচে রয়েছেন। পশতু ভাষার এ শব্দের অর্থ সাহসী বীর। সহকর্মী হাইবাতুল্লাহ বলেছেন, যখনই মাইন অপসারণে জটিলতা দেখা দিয়েছে তখন বাহাদুরই তা সম্পন্ন করেছেন। তিনি তিক্ততার সঙ্গে বলেন, সরকার আমাদের জীবনের ব্যাপারে গুরুত্ব দেয় না। বাহাদুরের কমান্ডার গোলাম দাউদ তারাখাইল তাকে সাহসী ও দেশপ্রেমিক কর্মকর্তা বলে উল্লেখ করেন। তিনি রাস্তায় পেতে রাখা শত শত বোমা ও ভূমি মাইন অপসারণ করেছেন। বাহাদুরকে তার সাহসী কাজের জন্য পদক দেয়া হয়েছে। উৎসর্গীকৃত হওয়া সত্ত্বেও বাহাদুরের অকাল মৃত্যু ব্যাপকভাবে অজানা রয়েছে এ যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে। মৃত্যুর পরদিন বাহাদুরের দাফন অনুষ্ঠানে আফগান পতাকায় আবৃত কফিনের সামনে মাত্র ১৫ থেকে ২০ জনকে উপস্থিত থাকতে দেখা গেছে। এই পৃথিবীতে বাহাদুর রেখে গেছেন তার স্ত্রী ও এক পুত্র সন্তানকে।
×