ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রিন ভার্সিটিতে সিএসই কার্নিভ্যাল শেষ

প্রকাশিত: ০৫:৩৬, ১০ মার্চ ২০১৮

গ্রিন ভার্সিটিতে সিএসই  কার্নিভ্যাল শেষ

স্টাফ রিপোর্টার ॥ কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয় নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী প্রযুক্তি উৎসব (সিএসই কার্নিভ্যাল-২০১৮) শেষ হয়েছে। শুক্রবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এই উৎসব আয়োজন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে প্রযুক্তি উৎসব এক মিলনমেলায় রূপ নেয় । সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান, ডিন অধ্যাপক ড. ফায়জুর রহমান, অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন, কম্পিউটার বিজ্ঞানের এই যুগে শুধু প্রযুক্তি জানা নয়, এর ব্যবহার জ্ঞান জানাও জরুরী। এ কারণেই সিএসই কার্নিভ্যালের উদ্যোগ। উল্লেখ্য, উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রিয়াল টক, প্রোগ্রামিং কনটেস্ট, ইন্টারনেট অব থিংস, ডিজাইন এ্যান্ড ইমপ্লিমেন্টেশন। দ্বিতীয় দিনে গেমিং কনটেস্ট, প্রোজেক্ট শোয়িং এ্যান্ড কম্পিটিশন, ওয়ার্কশপ অন ওয়েভ ডেভেলপমেন্ট এ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। অনুষ্ঠানটির শেষ দিনে ক্যারিয়ার কাউন্সিলিং এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয় ।
×