ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ‘কথিত’ ক্রসফায়ারে ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৩৫, ১০ মার্চ ২০১৮

আশুলিয়ায় ‘কথিত’ ক্রসফায়ারে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ মার্চ ॥ আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি, চালককে হত্যা ও এক তরুণীকে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ডাকাত রুবেল (২৫) ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এছাড়া এ সময় ডিবি পুলিশের ৩ সদস্যও আহত হয় বলে পুলিশের দাবি। নিহত ডাকাত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ‘ইনসাফ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশী একদল ডাকাত ডাকাতি করে। গাড়ির চাবি দিতে না চাওয়ায় ও ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা এর চালক শাহজাহান মিয়া, সুপারভাইজার শহিদুল খান ও হেলপার বাদশা মিয়াকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে চালক মারা যায়। চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণও করা হয়। পরে বাসটি শ্রীপুর এলাকায় ফেলে রেখে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ওই ঘটনায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টঙ্গাবাড়ি এলাকায় রুবেলকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা রুবেলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও তখন গুলি চালায়। রুবেল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×