ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে লালদীঘিতে ১৫ মার্চ বিএনপির জনসভা

প্রকাশিত: ০৫:৩৫, ১০ মার্চ ২০১৮

খালেদা জিয়ার মুক্তি দাবিতে লালদীঘিতে ১৫ মার্চ বিএনপির জনসভা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দলের চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনসহ নেতাদের মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ জনসভা করবে বিএনপি। চট্টগ্রামের লালদীঘি মাঠে এ জনসভা করতে চান নেতারা। এতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার সকালে নগরীর নুর আহমদ সড়কের দলীয় কার্যালয়ে জনসভার বিষয়ে তুলে ধরেন নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে একটি মহাসমাবেশের পরিকল্পনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসতে পারেন। সবকিছু নির্ভর করছে জনসভা করার অনুমতির ওপর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকার দলীয় যে কোন কর্মসূচীর অনুমতি মেলে। তাদের নিরাপত্তাও প্রদান করে পুলিশ। কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল হলেও সমাবেশের অনুমতি মেলে না। আর অনুমতি মিললেও শান্তিপূর্ণ কর্মসূচীতে নানাভাবে বাধা প্রদান করা হয়। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। এ সময় নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এবং সাত নারী নেত্রীসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা দেয়া হয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতাদের অফিস এবং বাসা বাড়িতে তল্লাশির নামে ভাংচুরও চালিয়েছে পুলিশ। চট্টগ্রাম নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন, আমরা আশা করছি লালদীঘি মাঠে জনসভা করার অনুমতি মিলবে। এজন্য সিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির মোঃ নাজিমউদ্দিন, বিএনপি নেতা এমএ আজিজ, এসএম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন প্রমুখ।
×