ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর তৃতীয় স্প্যান জাজিরায়

প্রকাশিত: ০৫:২১, ১০ মার্চ ২০১৮

পদ্মা সেতুর তৃতীয় স্প্যান জাজিরায়

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর তৃতীয় স্প্যান জাজিরা প্রান্তে পৌঁছেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ৭ সি ৩৪ ও ৩৫নং খুঁটির মাঝামাঝি স্থানে ভাসমান স্প্যানবাহী জাহাজটি নোঙ্গর করা হয়েছে। আজ শনিবার সকালে স্প্যানটি মূল গন্তব্য ৩৯ ও ৪০ নং পিলারের মাঝামাঝি নিয়ে আসা হবে। কাল রবিবার এই পিলার দুটির ওপর বসিয়ে দেয়া হবে বলে উল্লেখ করে দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন সেই লক্ষ্যে এখন সব প্রস্তুতি সম্পন্ন। এর আগে বেলা ১২টায় মাওয়ার কুমার ভোগের বিশেষায়িত জেটি থেকে ওর্য়াকশপের প্রায় ৩২’শ টন ওজনের ভাসমান ক্রেনবাহী জাহাজটি এই স্প্যানটি পাজা করে রওনা হয়। ৫ ঘণ্টার মধ্যেই শুক্রবার বিকেলে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতার ভাসমান ক্রেনের এই জাহাজটি জাজিরায় নিয়ে আসে। ৩৬শ’ টন ধারণ ক্ষমতার বিশাল এই জাহাজ চলাচলে পদ্মা নদীর পানির গভীরতা ঠিক রাখার জন্যে নির্দিষ্ট চ্যানেলে ড্রেজিং অব্যাহত ছিল। তাই এবার মাঝপথে কোন বিরতি না দিয়েই সরাসরি জাহাজটি এসে ৩৫ নম্বর খুঁটির সামনে নোঙ্গর করে। এই স্প্যানটি স্থাপনের জন্য খুঁটির ওপরে সিমেন্ট মিশ্রণ উচ্চ ক্ষমতার বেয়ারিংসহ যাবতীয় কর্মকা- সম্পন্ন করা হয়েছে। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটির ওয়েল্ডিংসহ যাবতীয় স্থাপনের কাজ স্থায়ীভাবে সম্পন্ন হবার পরে অস্থায়ী ফ্রেমটি খুলে ৩৮নং থেকে ৩৯ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে। প্রকৌশলীরা জানান ৩নং স্প্যানটি শনিবার স্থাপনের তারিখ নির্ধারণ করা ছিল। তবে টেকনিক্যাল কারণে একদিন পিছিয়ে দেয়া হয়েছে। তাই এটি রবিবার স্থাপন সম্ভব হবে। এদিকে স্প্যান স্থাপনের পাশাপাশি অন্যান্য কাজও দ্রত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২ পাইল স্থাপন হয়ে গেছে আরও ১১টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯টি পাইল বসে গেছে। অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া ৪১ নম্বর খুঁটির কাজও এগিয়েছে। তাই পরবর্তীতে ৪ নম্বর স্প্যান বসানোর প্রস্তুতিও রয়েছে। তাছাড়া ৪২ নম্বর কাজও এগুচ্ছে। ওপরে ওঠে গেছে মাওয়া প্রান্তের ৩ নম্বর খুঁটি। ৪ ও ৫ নম্বর খুঁটি ওপর দিকে উঠার পথে। এছাড়া ১৩, ১৪, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর পিলারের কাজ এগিয় গেছে। সেতু এখন ক্রমেই আরও বেশি দৃশ্যমান হবে। একর পর এক খুঁটি উঠার কাজ চলছে। বৈচিত্র্যময় পদ্মার বুকে এই সেতু নির্মাণযজ্ঞের এখন দারুণ সময় পার করছে।
×