ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের দালালদের রাজনীতি থেকে বিদায় করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০৫:২০, ১০ মার্চ ২০১৮

পাকিস্তানের দালালদের রাজনীতি থেকে বিদায় করতে  হবে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ মার্চ ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করেনি। সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানী দালালদের রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। বারবার এটাই প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়। তথ্যমন্ত্রী শুক্রবার বেলা বারোটায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইলে অবস্থিত পল্লী বিদ্যুত সমিতির উপকেন্দ্রে প্রধানমন্ত্রী কর্তৃক শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং দুপুর ২টার দিকে ভোড়ামারা উপজেলা অডিটোরিয়ামে দেশব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলার আগে তাদের বোঝা উচিত সরকার কাউকে বাদ দিয়ে নির্বাচনের কোন পরিকল্পনা করেনি। কেবলমাত্র অপরাধী আর পাকিস্তানের দালালদের রাজনীতি থেকে বিদায় জানাতে হবে। তবেই রাজনীতি ও গনতন্ত্র বিপদমুক্ত হবে। খালেদা জিয়াকে হিটলারের চেয়ে খারাপ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জেলখানায় আছে টাকা চুরির মামলার আসামিরা। গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানো মামলার আসামিরা। খালেদা জিয়ার নির্দেশে ৯৩দিন মানুষ পোড়ানো হয়েছে। সুতারাং রাজাকার, জঙ্গী, আগুন সন্ত্রাসীদের সঙ্গী ও বন্ধু হয়ে বেগম জিয়া কার্যতঃ রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন। তার বিরুদ্ধে সব মামলা সত্যি, সুতরাং উনি কৃতকর্মের ফল ভোগ করছেন। এখানে আমাদের কিছু করার নেই। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে ইনু বলেন, আসলে যাদের বিরুদ্ধে সরাসরি আগুন সন্ত্রাসের মামলা, জঙ্গীবাদের মামলা এবং চুরির মামলা রয়েছে প্রশাসন তাদেরকেই গ্রেফতার করছে। কোন নিরপরাধ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেনি। জেলাখানায় আছে টাকা চুরির আসামিরা। হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠানের ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে কলকাতা থেকে আগত ডাক্তার বিশ্বজিৎ প্রধান, ডাক্তার কাজল ঘোষাল, ডাক্তার স্বপন কুমার মুখার্জী এবং কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুল ইসলাম মনাসহ দেশের ৪৫টি জেলার ৫শ’ হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন। অপরদিকে বেলা ১২টায় কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির অনুষ্ঠানে পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুদ্দোলা তরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, কুষ্টিয়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×